মধ্য-এশিয়ার তেল সমৃদ্ধ দেশ কাজাখস্তানে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে দেশজুড়ে প্রাণঘাতী সহিংস বিক্ষোভের মুখে সরকার পতনের এক সপ্তাহের মাথায় নতুন প্রধানমন্ত্রী পদে মনোনয়ন দেওয়া হয়েছে। মঙ্গলবার সাবেক সরকারের উপ-প্রধানমন্ত্রী আলী খান এসমাইলোভকে নতুন প্রধানমন্ত্রী হিসাবে মনোনয়ন দিয়েছেন কাজাখস্তানের প্রেসিডেন্ট। -রয়টার্স
ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স বলছে, কাজাখস্তানের নতুন প্রধানমন্ত্রী হিসাবে আলী খানকে মনোনীত করেছেন প্রেসিডেন্ট কাশেম-জোমার্ট তোকায়েভ। তিনি মনোনীত করার পর দেশটির সংসদের নিম্নকক্ষে তাৎক্ষণিকভাবে ভোটাভুটির আয়োজন করা হয়। রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি প্রচারিত সংসদ অধিবেশনে আলী খানের পক্ষে সংসদ সদস্যদের সম্মতি জানাতে দেখা যায়। জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে মধ্য এশিয়ার এই দেশটিতে গত প্রায় এক সপ্তাহ ধরে তীব্র সহিংস বিক্ষোভ চলছে।
প্রাণঘাতী এই সহিংসতার জেরে গত ৫ জানুয়ারি দেশটির প্রেসিডেন্ট কাশেম-জোমার্ট ক্ষমতাসীন সরকার ভেঙে দেন। ভেঙে যাওয়া সরকারের প্রথম উপপ্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছিলেন ৪৯ বছর বয়সী খান। মঙ্গলবার কাজাখস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, দেশটিতে চলমান বিক্ষোভ সহিংসতায় এখন পর্যন্ত প্রায় ৯ হাজার ৯০০ জনকে গ্রেফতার করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন