শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

কাজাখস্তানে নতুন প্রধানমন্ত্রীর দায়িত্বগ্রহণ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০২২, ১১:৪৪ এএম

কাজাখস্তানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন আলিখান ইসমাইলোভ। গতকাল মঙ্গলবার ১১ জানুয়ারি প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভ তাকে এই পদে মনোনয়ন দিয়েছেন বলে জানিয়েছে রয়টার্স।

খবরে বলা হয়, কাজাখস্তানের নতুন প্রধানমন্ত্রী হিসাবে আলী খানকে মনোনীত করেছেন প্রেসিডেন্ট কাশেম-জোমার্ট তোকায়েভ। তিনি মনোনীত করার পর দেশটির সংসদের নিম্নকক্ষে তাৎক্ষণিকভাবে ভোটাভুটির আয়োজন করা হয়।

জ্বালানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে গত সপ্তাহে মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানে বিক্ষোভ শুরু হলে মন্ত্রিসভা বাতিল করেন প্রেসিডেন্ট কাসিম জোমার্ট তোকায়েভ। ওই মন্ত্রিসভার প্রথম উপপ্রধানমন্ত্রী ছিলেন ৪৯ বছরের আলিখান ইসমাইলোভ।

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বৃদ্ধির বিরুদ্ধে গত সপ্তাহে কাজাখস্তানজুড়ে ব্যাপক বিক্ষোভ তৈরি হয়। বিক্ষোভকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে দেশটিতে। এক সপ্তাহের বিক্ষোভে সারা দেশে ১৬৪ জন নিহত হয়েছে। বিক্ষোভের জেরে নয় হাজার নয়শ’ বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে কাজাখ নিরাপত্তা বাহিনী। মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। সূত্র : রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন