শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রবাস জীবন

আমিরাতে বাংলাদেশি মালিকানাধীন হক গ্রুপের তৃতীয় প্রতিষ্ঠান উদ্বোধন

আরব আমিরাত থেকে ছালাহউদ্দিন | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০২২, ৭:৩০ পিএম

আরব আমিরাতের আজমানে বাংলাদেশি মালিকানাধীন হক গ্রুপের তৃতীয় ব্যবসা প্রতিষ্ঠান ‘ওবাইদুল হক সেলুনে’র উদ্বোধন করা হয়েছে। গত রোববার আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি কামাল হোসেন সুমন, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক। বাংলাদেশ বিজনেস ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক রাস আল খাইমার বিশিষ্ট ব্যবসায়ী জাফর চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী সরোয়ার, মিঠুন শীল, জমির হোসেন, বজল হোসেন, রুমা আকতার, নাসরিন আকতার, একুশে টিভির আরব আমিরাত প্রতিনিধি সাইফুল ইসলাম তালুকদার, এসএ টিভির আরব আমিরাত প্রতিনিধ সিরাজুল হক, সিপ্লাস টিভির আরব আমিরাত প্রতিনিধি ইশতিয়াক আশিকসহ অতিথিবৃন্দ।

প্রতিষ্ঠানটির কর্ণধার ওবাইদুল হক জানান, তার প্রথম ব্যবসা প্রতিষ্ঠান ‘ওবাইদুল হক টাইপিং সেন্টার এলএলসি এবং দ্বিতীয় ব্যবসা প্রতিষ্ঠান হক ট্রাভেলস-এর সফলতায় ওবাইদুল হক সেলুন তার তৃতীয় ব্যবসা প্রতিষ্ঠান। এসময় উপস্থিত সকলে তার ব্যবসার সফলতা কামনা করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন