রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

সবুজ অলিম্পিকের প্রতিশ্রুতি পূরণ করতে যাচ্ছে চীন

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০২২, ৪:০২ পিএম

আর মাত্র কয়েকদিন পর বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের পর্দা উন্মোচিত হতে যাচ্ছে। এ অলিম্পিক হবে সবুজ বা পরিবেশবান্ধব অলিম্পিক। তাই, শীতকালীন অলিম্পিক গেমস নিয়ে বিশ্বের আগ্রহ খানিকটা বেশিই।

“বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসকে ‘কার্বন-নিরপেক্ষ’ করার লক্ষ্য বাস্তবায়নের চেষ্টা”। এটি হচ্ছে জার্মানির ‘মুন্শনা ম্যাখখুয়া’-র ওয়েবসাইটে প্রকাশিত একটি সম্পাদকীয়র শিরোনাম। এদে বলা হয়েছে, চীনে ‘কার্বন শিখর’ ও ‘কার্বন-নিরপেক্ষতা’ অর্জনের লক্ষ্য ঘোষণার পর বেইজিং শীতকালীন অলিম্পিক হচ্ছে প্রথম বড় আন্তর্জাতিক ইভেন্ট। চীন এ অলিম্পিককে কীভাবে সবুজ বা পরিবেশবান্ধব রাখে, তা দেখার জন্য বিশ্ব মুখিয়ে আছে।

আমরা দেখেছি, ২০১৫ সালে বেইজিং সফলভাবে শীতকালীন অলিম্পিক গেমস আয়োজনের যোগ্যতা অর্জনের পর পরই ‘সবুজ অলিম্পিক’ ধারণা বাস্তবায়নে প্রস্তুতিমূলক কাজ শুরু করে। এ কাজের অংশ হিসেবে ১১৯টি সবুজায়ন প্রকল্প হাতে নিয়ে তা বাস্তবায়ন করা হয়।

বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের ২৬টি প্রতিযোগিতাস্থলের সবকটিতে ইতিহাসে প্রথমবারের মতো পুনর্ব্যবহারযোগ্য জ্বালানিসম্পদ ব্যবহার করে ১০০ শতাংশ ‘সবুজ বিদ্যুৎ’ সরবরাহ করার ব্যবস্থা নেওয়া হয়েছে। চাংচিয়াখৌ নবায়নযোগ্য শক্তিকেন্দ্রে স্থানীয় সৌরশক্তি ও বায়ুশক্তিকে পরিচ্ছন্ন বিদ্যুতে রূপান্তর করে বেইজিং, ইয়াছিং ও চাংচিয়াখৌ—এই তিনটি শীতকালীন অলিম্পিক গেমসের প্রতিযোগিতাস্থলে পাঠানো হচ্ছে।

অনুমান অনুযায়ী, ২০১৯ সালের জুন মাস থেকে বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস ও প্রতিবন্ধী শীতকালীন অলিম্পিক গেমস শেষ হওয়া পর্যন্ত তিনটি প্রতিযোগিতাস্থলে ‘সবুজ বিদ্যুৎ’ ব্যবহারের কারণে ৩.২ লাখ টন কার্বন ডাই অক্সাইড নির্গমন হ্রাস হবে, যা গড় বছরে প্রায় ৩২ মিলিয়ন গাছ দ্বারা শোষিত কার্বন-ডাই-অক্সাইডের সমান।

নিম্ন কার্বন স্টেডিয়াম হলো ‘সবুজ অলিম্পিক’-এর আরেকটি নাম-কার্ড। গোটা বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের ভেন্যুকে পরিবেশবান্ধব করা হয়েছে। ৪টি আইস ভেন্যুতে নতুন কার্বন-ডাই-অক্সাইড রেফ্রিজারেন্ট ব্যবহার করা হচ্ছে। এখানে ৫০ হাজার বর্গমিটারেরও বেশি আয়তনের জ্বালানি সাশ্রয়ী প্রতিযোগিতাস্থল গড়ে উঠেছে।

পাশাপাশি, জ্বালানিসম্পদ সাশ্রয়ের জন্য বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের জন্য ২০০৮ সালের বেইজিং অলিম্পিক গেমসের সময় নির্মিত ‘ওয়াটার কিউব’-কে ‘আইস কিউব’-এ এবং বাস্কেটবল স্টেডিয়ামবে আইস হকি স্টেডিয়ামে রূপান্তর করা হয়েছে। গেমসের জন্য তুষার তৈরীর সময় বিশ্বের সবচেয়ে উন্নত জল-সংরক্ষণ সরঞ্জাম এবং বুদ্ধিমান তুষার তৈরির ব্যবস্থা ব্যবহার করা হবে, যাতে পানির অপচয় এড়াতে যায়। এ ছাড়াও, বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসে পরিষেবায় ব্যবহৃত হাইড্রোজেন জ্বালানি বাস এবং বিশুদ্ধ বৈদ্যুতিক যান ৮০ শতাংশের বেশি হবে।

সম্প্রতি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট থমাস বাখ বলেন, বেইজিং শীতকালীন অলিম্পিক কমিটি অনেক ব্যবস্থা নিয়ে কার্বন নিগর্মন হ্রাস করে পরিবেশ সুরক্ষা করছে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কর্মকর্তা হুয়ান আন্তোনিও সামারাঞ্চ জুনিয়র বলেছেন, বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস হবে সবচেয়ে সবুজ অলিম্পিক গেমস। সিঙ্গাপুরের ‘চাওবাও’-এ প্রকাশিত সম্পাদকীয়তে বলা হয়েছে, চীন বিশ্বের সামনে সবুজ রূপান্তরের প্রচেষ্টা দেখানোর চেষ্টা করে যাচ্ছে। সূত্র: সিআরআই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন