শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

প্রদীপের স্ত্রী চুমকি কোথায়?

কক্সবাজার জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০১ এএম

দেশের আলোচিত মেজর সিনহা হত্যা মামলায় বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। কিন্তু বিপদের এই দিনে পাশে নেই স্ত্রী চুমকি। অবৈধ সম্পদ অর্জনের মামলায় প্রদীপের স্ত্রী পলাতক রয়েছেন। মূলত প্রদীপ গ্রেফতারের পর থেকেই চুমকির কোনো সন্ধান মেলেনি। দীর্ঘ ১৯ মাসেও কারাগারে থাকা ওসি প্রদীপ তার স্ত্রী-সন্তানের দেখা পাননি। অপরদিকে প্রদীপ ও তার স্ত্রীর নামে থাকা চট্টগ্রামের বাড়িসহ সব সম্পত্তি আদালতের নির্দেশে ইতোমধ্যে ক্রোক করেছে প্রশাসন।

ওসি প্রদীপের অবৈধ সম্পদ অর্জনের মামলার বাদী দুদক চট্টগ্রামের সহকারী পরিচালক রিয়াজ উদ্দিন জানান, অবৈধ সম্পদ অর্জনের মামলায় ওসি প্রদীপের স্ত্রী চুমকি পলাতক রয়েছেন। চুমকি যাতে দেশ ছেড়ে পালাতে না পারে সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পুলিশকে দাফতরিক চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে এর আগেই সে দেশ ছেড়েছে কিনা এ ব্যাপারে কোনো তথ্য নেই দুদকের কাছে।

দুদক সূত্র জানায়, প্রায় চার কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের দায়ে গত ২০২০ সালের ২৩ আগস্টে ওসি প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকি কারণের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) জেলা সমন্বিত কার্যালয় চট্টগ্রাম-২ সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়, স্বামী ওসি প্রদীপ কুমার দাশের ঘুষ-দুর্নীতির মাধ্যমে অর্জিত অপরাধলব্ধ অর্থ স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তরপূর্বক একে অপরের সহযোগিতায় ভোগদখলে রেখে শাস্তিযোগ্য অপরাধ করেছেন চুমকি কারণ।

মামলা হওয়ার পর থেকেই চুমকি কারণ লাপাত্তা। চট্টগ্রাম নগরীর পাথরঘাটাস্থ প্রদীপ দম্পতির ছয় তলা বাড়ি লক্ষ্মী কুঞ্জে সন্তান নিয়ে বসবাস করতেন তিনি। সেই বাড়িতে খোঁজ নিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। তবে স্থানীয় সূত্র জানিয়েছে, মূলত প্রদীপ গ্রেফতার হওয়ার পর থেকেই চুমকি আর বাড়িতে থাকছেন না। তিনি কোথায় থাকছেন এ ব্যাপারে কারো কাছে কোনো তথ্য নেই।

দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) কাজী সানোয়ার আহমেদ লাভলু জানান, ২০২০ সালে ২০ সেপ্টেম্বর চট্টগ্রামের সিনিয়র স্পেশাল দায়রা জজ আশফাকুর রহমান ওসি প্রদীপ ও তার স্ত্রীর নামে থাকা সম্পদ ক্রোক করার নির্দেশ প্রদান করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (13)
Ńàëĕm Hòśšăiñ ২ ফেব্রুয়ারি, ২০২২, ৪:২২ এএম says : 0
চুমকি চলে গিয়েছে আপন মনে নিজের পথে ...
Total Reply(0)
Rafiq Sikder ২ ফেব্রুয়ারি, ২০২২, ৪:২৩ এএম says : 0
নিজ দেশে
Total Reply(0)
Mehadi Hassan ২ ফেব্রুয়ারি, ২০২২, ৪:২৩ এএম says : 0
চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে?
Total Reply(0)
Mohammad Zakir ২ ফেব্রুয়ারি, ২০২২, ৪:২৫ এএম says : 0
Maybe India
Total Reply(0)
Md Milon Sarder ২ ফেব্রুয়ারি, ২০২২, ৪:৩২ এএম says : 0
এটাই হলো এই দুনিয়ার বাস্তবতা। বিপদে কেউ পাশে থাকে না।
Total Reply(0)
Sharif Ahmed ২ ফেব্রুয়ারি, ২০২২, ৪:৩৩ এএম says : 0
সাফল্যের ভাগীদার সবাই হতে চায় - কিন্তু ব্যর্থতার দায়ভার কেহই নিতে চায় না রে পাগলা
Total Reply(0)
H M Hafizur Rahman ২ ফেব্রুয়ারি, ২০২২, ৪:৩৪ এএম says : 0
বিবাহিত যারা আছেন তাদের শিক্ষা নেওয়া জরুরি।
Total Reply(0)
Md Saifullah ২ ফেব্রুয়ারি, ২০২২, ৪:৩৬ এএম says : 0
এটাই জগতের নিয়ম, নিজের পাপের বোঝা নিজেই বইতে হয়।
Total Reply(0)
মিনহাজ ২ ফেব্রুয়ারি, ২০২২, ৬:৩৭ এএম says : 0
স্বামীর অপরাধের দায়ভার সে কেন নিবে? এটাই দুনিয়ার সাধারণ রীতি।
Total Reply(0)
Kamrul Hassan ২ ফেব্রুয়ারি, ২০২২, ৯:৩৬ এএম says : 0
সুসময়ে অনেক বন্দু ঘটে, কিন্তু অসময়ে কেউ কারো নয়।
Total Reply(0)
Mohammed Shah Jahan ২ ফেব্রুয়ারি, ২০২২, ১২:১৮ পিএম says : 0
Chumkir Baba-Ma k jiggasha korleye sob bariea asbe
Total Reply(0)
মো:+শফিউর+রহমান ২ ফেব্রুয়ারি, ২০২২, ১২:৩৩ পিএম says : 0
ওদের পালিয়ে যাওয়ার পথ খোলা আছে চিন্তার কোন কারন নাই ।ওদের এক পা পুরব দিগে আরেক পা পচ্চিম দিগে ।
Total Reply(0)
Md. Rafikul Islam ২ ফেব্রুয়ারি, ২০২২, ২:১৪ পিএম says : 0
প্রশাসনের পক্ষ থেকে ব্যর্থতা, কে জানে সরকার তাকে লুকিয়ে থাকতে সুযোগ করে দিয়েছে কি'না ?
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন