মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার প্রধান আসামি টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলায় জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। গতকাল চট্টগ্রামের সিনিয়র স্পেশাল জজ শেখ আশফাকুর রহমানের আদালত শুনানি শেষে আসামির জামিন নামঞ্জুর করেন। দুদকের আইনজীবী মাহমুদুল হক জানান, মামলার অপর আসামি প্রদীপের স্ত্রী চুমকি কারণকে আদালতে হাজির হওয়ার জন্য বিজ্ঞপ্তি জারির আদেশ দেওয়া হয়েছে।
আগামী ৭ নভেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। এর আগে গত ১ সেপ্টেম্বর প্রদীপ দম্পতির বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেন আদালত। গত ২৬ জুলাই দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। গতকাল শুনানির সময় প্রদীপকে আদালতে তোলা হয়। ২০২০ সালের ২৩ আগস্ট দুদকের সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২ এর তৎকালীন সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন বাদি হয়ে প্রদীপের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেন। মামলায় প্রদীপের সঙ্গে তার স্ত্রী চুমকি কারণকেও আসামি করা হয়। তাদের বিরুদ্ধে তিন কোটি ৯৫ লাখ ৫ হাজার ৬৩৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন ও মানি লন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছে। ’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন