শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

নারায়ণগঞ্জে নৈশপ্রহরী খুন

স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ থেকে : | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০২২, ১২:০০ এএম

নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মো. ভাসান মালতি নামে এক নৈশপ্রহরী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার নিতাইগঞ্জ ডাইলপট্টি এলাকার লোকজন রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক গোলাম মোস্তাফা ঈমন মৃত ঘোষণা করেন। তিনি কুষ্টিয়া দৌলতপুরের দৌলত খালী চৌধুরীপাড়া এলাকার জালাল মালতির ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জের আরামবাগ এলাকার ভাড়া বাসায় বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মাটিতে পড়ে গিয়েও নৈশপ্রহরী মো. ভাসান মালতি তার হাতে থাকা বাঁশিতে ফুঁ দিতে থাকেন। বাঁশির আওয়াজে লোকজন এগিয়ে এসে তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ছিনতাইকারীরা ছুরি দিয়ে তার বুকে ও পিঠে আঘাত করেছে। জানা যায়, মাত্র কয়েকদিন আগে এখানে চাকরি নিয়েছিল ভাসান মালতি।

নারায়ণগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানান, নৈশপ্রহরী ভাসান মালতি হত্যার ঘটনায় কাজ শুরু করেছি। স্থানীয়দের তথ্য মতে, ধারণা করা হচ্ছে তাকে ছিনতাইকারীরা হত্যা করেছেন। লাশ ময়নাতদন্তের মর্গে পাঠানো হয়েছে।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন