রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

আপনারা বড় দল, সবাইকে নিয়ে মাঠে নামুন: বিএনপিকে ডা. জাফরুল্লাহ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০২২, ৮:৩০ পিএম

সবাইকে নিয়ে সম্মিলিতভাবে সরকারের বিরুদ্ধে মাঠে নামতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীবিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা বড় দল, আপনাদের বড় দায়িত্ব আছে। দিন চলে যাচ্ছে, প্রতিটা দিন এখন মূল্যবান। যেভাবেই হোক সবাইকে নিয়ে রাস্তায় নামুন।’

বুধবার ধানমন্ডি গণস্বাস্থ্যে নগর হাসপাতালে মেজর হায়দার বীর উত্তম মিলনায়তনে এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ও বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম সেনাপতি 'এম এ জি ওসমানীর ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই স্মরণসভার আয়োজন করে জেনারেল ওসমানী ফাউন্ডেশন।

গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে এই সরকারকে অবশ্যই যেতে হবে- এমন মন্তব্য করে জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আমাদের মূল কাজ হচ্ছে রাস্তায় নামা। সম্মিলিতভাবে নামতে হবে। এখানে বিএনপির একটা বড় দায়িত্ব আছে। বিএনপিকে আরেকটু চিন্তাভাবনা করে আগাতে হবে। বিএনপির কাছে আবেদন আপনারা সবার সাথে বসেন। সবাইকে নিয়ে করেন।’

সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘এই সরকার মনে করে তারা খুব চালাক। কাউয়া যখন মরিচ লুকায তখন সে চোখ বন্ধ করে লুকায়। মনে করে পৃথিবীর কেউ তাকে দেখছে না।’

শেখ হাসিনার প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার পর জনগণের সঙ্গে দেখা করতে পারলেও নানা কারণে এখন তার দলীয় লোকজনও দেখা করতে পারেন না বলে দাবি করেন এই প্রবীণ চিকিৎসক।

নির্বাচনকালীন সরকারের বিষয়ে তিনি বলেন, ‘তিন মাসের তত্ত্বাবধাযক সরকার কিছু করতে পারবে না। সামগ্রিক পরিবর্তনের জন্য জাতীয় সরকার বলি বা সর্বদলীয় সরকার বলি..। বর্তমান সরকার থাকলে ন্যায্য কিছু হবে না।’

নির্বাচন কমিশন গঠন প্রসঙ্গে তিনি বলেন, ‘সার্চ কমিটি যে ১০টি নাম রাষ্ট্রপতির কাছে জমা দেবে তা আগেই প্রকাশ করতে হবে। যাতে জনগণ বক্তব্য দিতে পারে।’

জেনারেল ওসমানী ফাউন্ডেশনের সভাপতি মো. জাহিদ এ রেজার সভাপতিত্বে ও গণস্বাস্থ্য কেন্দ্রের মিডিয়া উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- নাগরিক ঐক্যের সভাপতি মাহামুদুর রহমান মান্না, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
মোহাম্মদ দলিলুর রহমান ১৬ ফেব্রুয়ারি, ২০২২, ৯:২৫ পিএম says : 0
একটি কথা কেউ মুখে বলতে চান না যে ,সরকার ক্ষমতায় তাদের বানানে একজন রাষ্ট্রপতি কি করে সিইসি গঠন করবেন,সে দলীয় ভাবে একজন রাষ্ট্রপতি,কিন্তু কেউ এই কথাটা বলেন না,আবার ক্ষমতায় থেকে কি করে নির্বাচন করবেন,সেই নির্বাচন কি করে হয়।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন