গোপালগঞ্জের কোটালীপাড়ায বাল্য বিবাহের অপরাধে বরকে ৭ দিনের জেল ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার কান্দি ইউনিয়নের কান্দি গ্রামে বাল্য বিবাহের খবর পেয়ে সেখানে অভিযান চালায় মোবাইলকোর্ট। এসময় কান্দি গ্রামের জিতেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে বর সুজন বিশ্বাস (১৯) কে বাল্য বিবাহ করার অপরাধে ৭ দিনের বিণাশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেন মোবাইল কোর্টের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ। এর আগে গত ২১ ফেব্রুয়ারী পার্শবর্তি বরিশালের উজিরপুর উপজেলার উত্তর শাতলা গ্রামের গৌরাঙ্গ বৈদ্যের মেয়ে পপি বৈদ্য (১১) কে নিয়ে দুজনারই প্রকৃত বয়স গোপন করে গোপালগঞ্জ নোটারী পাবলিকের মাধ্যমে বিবাহ করেন সুজন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন