নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অব্যাহত মূল্যবৃদ্ধির প্রতিবাদে বুধবার মাগুরায় বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশ লাঠি চার্জে করায় জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের অন্তত ১০ নেতা কর্মী আহত হয়ে। এ সময় ৭ নেতা-কর্মীকে আটক করা হয়ে। বৃহস্পতিবার মাগুরা সদর থানা থেকে আটক নেতাকর্মীদের আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের জামিন মঞ্জুর করেন। জামিন প্রাপ্তরা হচ্ছেন
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট রোকনুজ্জামান, বিএনপি নেতা এডভোকেট সাখাওয়াত হোসেন, যুবদল নেতা সাবির হোসেন, সাকের হোসেন, স্বেচ্ছাসেবক দলের কামরুজ্জামান সুমন, আবু বক্কার ও গোলাম কিবরিয়া। জামিন কালে আদালতে জেলা বিএনপি যুবদল ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন