রাজশাহীর গোদাগাড়ীর উপজেলায় রাস্তার ধারে পড়ে ছিলো এএসআই নুর ইসলামের লাশ। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় কর্মরত ছিলেন। নূর ইসলামের বাড়ি যোশর জেলায়। তার লাশের পাশে পড়েছিল ভাঙ্গা হেলমেট
শুক্রবার (৪ মার্চ) দিবাগত রাতে উপজেলার বিশ্বনাথপুর কাজীপাড়া এলাকা থেকে তার লাশটি উদ্ধার করে গোদাগাড়ী থানা পুলিশ। এ ঘটনাটি নিশ্চিত করেছে গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম।
ওসি কামরুল জানান, ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া গেলে, মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা যাবেনা। ধারণা করা হচ্ছে কোন অজ্ঞাত প্রথমে তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। নুর তার মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের ধাক্কা খায়, এবং ঘটনাস্থলে তিনি মারা যায়। খবর পেয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন বলেন, এএসআই নুর ইসলাম চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় কর্মরত ছিলেন। ধারণা করা হচ্ছে সড়ক দূর্ঘটনায় তিনি মরা গেছেন। সে ছুটিতে ছিলো, তার বাড়ি যশোর হলেও তার পরিবার রাজশাহীতে ভাড়া থাকেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন