কোম্পানীগঞ্জে জ্বালানী তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতি এবং সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপি। শনিবার কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি,অঙ্গও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলার বসুরহাট বাজারের কালামিয়া ম্যানশনের সামনে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল কবির ফয়সল, উপজেলা যুবদলের সদস্য সচিব জাহিদুর রহমান রাজন, বিএনপি নেতা বেলায়েত হোসেন,আব্দুল মালেক মেম্বার,আবুল কাশেম বুলবুল, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আতায়োর হোসেন পাভেল, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হুছেন মোহাম্মদ এরশাদ, বসুরহাট পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক মো.সাহাব উদ্দীন প্রমূখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য এখন এমনভাবে বৃদ্ধি পেয়েছে, যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। এভাবে চলতে থাকলে সাধারণ মানুষকে না খেয়ে থাকতে হবে। এ সময় বক্তারা দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি সিন্ডিকেটের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন