শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

টিভিতে স্বাধীনতা দিবসের বিশেষ আয়োজন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০২২, ১০:৪২ এএম

স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো বর্ণিল সাজে সেজেছে। তাদের আয়োজনের মধ্যে রয়েছে দেশের গানের অনুষ্ঠান, বিশেষ নাটক, মুক্তিযুদ্ধের চলচ্চিত্র প্রদর্শন, বিশেষ নৃত্যানুষ্ঠানসহ নানা রকম অনুষ্ঠান।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দুপুর ৩টা ৫ মিনিটে চ্যানেল আইতে দেখানো হবে প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের গল্প অবলম্বনে নির্মিত মুক্তিযুদ্ধের ছবি ‘৭১-এর নিশান’। ছবিটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন তাহের শিপন। অভিনয়ে ফজলুর রহমান বাবু, কচি খন্দকার, সেরা জামান, মুনিরা মিঠু প্রমুখ।

মাছরাঙা টেলিভিশনে আজ সন্ধ্যা ৬ টায় প্রচারিত হবে নাটক ‘রবির আবির’। এলিনা শাম্মীর রচনা ও অরণ্য পলাশের পরিচালনায় এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, এলিনা শাম্মী, কাজী রাজুসহ আরও অনেকে।

বরেণ্য মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের উত্তাল দিনগুলির কথা ও মুক্তিযুদ্ধের বিভিন্ন ঘটনা নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘মুক্তিযুদ্ধের গৌরবগাথা’ প্রচার হবে বাংলাভিশনে। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লে. জেনারেল এম হারুন অর রশীদ বীর প্রতীক, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা প্রধান; এবং অনীল বরণ রায়, নৌ কমান্ডো, বীর মুক্তিযোদ্ধা। বাংলাভিশনে অনুষ্ঠানটি প্রচার হবে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে।

রাত ৮টায় আরটিভিতে স্বাধীনতা দিবসের বিশেষ নাটক ‘নিহত নক্ষত্র’। নির্মাণ করেছেন সঞ্জয় সমদ্দার। নাটকটিতে শহীদ আজাদ চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব।

রাত ৯টায় বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে বিশেষ নাটক ‘ভয়াল রাত’। ফজলুল করিমের রচনায় এটি প্রযোজনা করেছেন নূর আনোয়ার রঞ্জু। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আল মামুন, আরজুমান্দ আরা বকুল, রামিজ রাজু, তানিন তানহা, জামিল হোসেন, আশরাফুল আশীষসহ আরো অনেকে।

আজ রাত ১০টায় বৈশাখি টিভিতে প্রচার হবে দিবসের বিশেষ নাটক ‘বীরাঙ্গনা’। আনন জামানের চিত্রনাট্যে এটি পরিচালনা করেছেন শুদ্ধমান চৈতন। মিড এন্টারপ্রাইজের প্রযোজনায় নাটকটিতে অভিনয় করেছেন অপর্ণা, রওনক হাসান, মনোজ প্রামানিক, রিয়া খান, মনির জামান, সানজিদা মিলা প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন