বুধবার, ২২ মে ২০২৪, ০৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রামগড়ে মোবাইল কোর্টে জরিমানা

রামগড় (খাগড়াছড়ি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০২২, ৭:১৮ পিএম

খাগড়াছড়ির রামগড় পৌরসভাস্থ সোনাইপুল বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এবং সড়ক পরিবহন আইনে পৃথক অভিযানে ৪টি মামলায় ৫ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।

বৃহঃবার(৩১ মার্চ)বিকালে উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাত মোবাইর কোর্ট পরিচালনা করে এই জরিমানা আদায় করেন। এসময় রামগড় থানার ফোর্স সহযোগিতা করেন।

এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করা ও লাইসেন্স গ্রহণ ব্যতিত কৃষি পণ্য সরবরাহের অপরাধে কৃষি বিপণন আইন ২০১৮ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় দুইটি প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা এবং হেলমেটবিহীন মোটর সাইকেল চালনা ও লাইসেন্স বিহীন গাড়ি চালনার জন্য দুই ব্যক্তিকে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬ ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন