শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সুপারিশ ছাড়াই পুলিশ কনেস্টবল পদে সিলেটে ৯৫ জনের চাকুরী

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০২২, ৪:৩৯ পিএম

কোনো ধরনের সুপারিশ ছাড়াই যোগ্যতার ভিত্তিতে মাত্র ১৩০ টাকায় সিলেটে চাকরি পেয়েছেন ৯৫ জন পুলিশ কনস্টেবল পদে। এরমধ্যে পুরুষ ৮৪ জন এবং নারী ১১ জন। গতকাল (শনিবার) সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফর রহমান বলেন, চাকরি পেয়েছেন এমন ১৫ জনের বাবা নেই, পিতৃহীন গরিব পরিবারের সন্তান এবং ৪২ জনের বাবা গরিব কৃষক। এছাড়া নিয়োগ পাওয়া ৯৫ জনের মধ্যে ৭৫ জনের পরিবারে এর আগে কেউ সরকারি করেনি। তারাই পরিবারের প্রথম সরকারি চাকরিজীবী।

সিলেট জেলা পুলিশ সূত্র জানায়, ‘চাকরি নয় সেবা’ এ শ্লোগানে গত ২০ থেকে ২২ মার্চ ৩ দিনব্যাপী সিলেট জেলা পুলিশ লাইন্সে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পুরুষ/নারী পদে নিয়োগের জন্য শারিরীকভাবে যোগ্য প্রার্থী বাছাই করা হয়। এর আগে অনলাইনে আবেদনের প্রেক্ষিতে ২ হাজার ৮৪৮ প্রার্থীকে প্রাথমিকভাবে নির্বাচিত করে শারিরিক সক্ষমতা পরীক্ষার জন্য আহ্বান করা হয় মাঠে। আবেদনকারীদের মধ্যে ২ হাজার ১৬২ জন মাঠে উপস্থিত হয়ে পরিচয় দেন নিজেদের শারিরিক সক্ষমতার। ৩ দিনের শারিরিক সক্ষমতা যাচাই প্রক্রিয়ায় যোগ্য বিবেচিত হন ৬৭৩ জন। এরপর গত ২৯ মার্চ লিখিত পরীক্ষায় অংশ নেন ৬৬৬ জন। এর মধ্য থেকে শনিবার (৯ এপ্রিল) রাতে ঘোষিত ফলাফলে ১৫৫ জন উত্তীর্ণ হন। একই দিনে উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ কমিটি কর্তৃক সাক্ষাৎকার গ্রহণ শেষে ৯৫ জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়। নির্বাচিত প্রার্থীদের মধ্যে রয়েছেন ৮৪ জন পুরুষ এবং ১১ জন নারী। নিয়োগ কমিটির প্রধান সিলেট জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেন, ‘পুলিশ মহা পরিদর্শকের (আইজিপি) নির্দেশনায় সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন