বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

সিনেমা হল নির্মাণ ও আধুনিকায়নে সরকারি ঋণ নিয়ে মতবিনিময় সভা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১২ মে, ২০২২, ১২:০২ এএম

সিনেমা হল সংস্কার, নির্মাণ ও সুসজ্জিত করার জন্য সরকার কর্তৃক ঘোষিত স্বল্পসুদে ঋণ প্রকল্প নিয়ে খোলামেলা আলোচনার জন্য প্রদর্শক সমিতির নেতৃবৃন্দ, সাধারণ হল মালিক, নতুন উদ্যোক্তা, সংশ্লিষ্ট সমিতির নেতৃবৃন্দকে নিয়ে আজ সকাল ১০টায় বৈঠক অনুষ্ঠিত হবে। তথ্য ও স¤প্রচার মন্ত্রণালয়ের উপসচিব সাইফুল ইসলাম (চলচ্চিত্র) সাক্ষরিত এক নোটিশে এই বৈঠক আহŸানের কথা জানানো হয়। সভায় সভাপতিত্ব করবেন তথ্য ও স¤প্রচার সচিব মো. মকবুল হোসেন। বিদ্যমান হল সংস্কার, আধুনিকায়ন এবং নতুন সিনেমা হল নির্মাণের উদ্দেশ্যে সিনেমা হল মালিকদের স্বল্প সুদে দীর্ঘমেয়াদী ঋণ/বিনিয়োগ প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক কর্তৃক ইতোমধ্যে বিশেষ পুনঃঅর্থায়ন স্কিম গঠন করা হয়েছে। সভায় গঠিত পুনঃঅর্থায়ন স্কিম অনুযায়ী, ঋণসুবিধাপ্রাপ্ত ও প্রাপ্য ঋণের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করার বিষয়ে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির নেতৃবৃন্দ, সাধারণ হল মালিক, নতুন হল/সিনেপ্লেক্স নির্মাণে আগ্রহী ব্যক্তিবর্গ বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে তথ্য ও স¤প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ মতবিনিময় করবেন। মতবিনিময় সভায় অন্যান্য নেতৃবৃন্দের পাশাপাশি সোনালী, জনতা, রূপালী, অগ্রণী, বাংলাদেশ ডেভলপমেন্ট ব্যাংক, ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, মধুমতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক, চলচ্চিত্র সেন্সরবোর্ডের ভাইস চেয়ারম্যান এবং চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠনগুলোর নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। এ ব্যাপারে প্রদর্শক সমিতির সাধারণ স¤পাদক আওলাদ হোসেন উজ্জ্বল বলেন, স্বল্প সুদে দীর্ঘমেয়াদী ঋণ সুবিধার আওতায় সাড়া দিয়ে ইতিমধ্যে ৫৪টি ফাইল রূপালী ব্যাংকের কাছে জমা পড়েছে। এরমধ্যে ৩০ সিনেমা হলের সংস্কার ছাড়াও নতুন সিনেপ্লেক্সের জন্য ২৪টি নাম জমা পড়েছে। এছাড়া ঋণ সুবিধা পেতে আরও শতাধিক ফাইল প্রস্তুত হচ্ছে। তিনি বলেন, সারা দেশে সিনেমা হল কেন্দ্রিক চলচ্চিত্রের বিকাশ করতে প্রধানমন্ত্রী যে সুযোগ দিয়েছেন তা নতুন উদ্যোক্তাদের মাঝে ছড়িয়ে দিতে প্রদর্শক সমিতি সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন