ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে খাবারের লোভ দেখিয়ে এক প্রতিবন্ধী কিশোরকে ধর্ষণের অভিযোগ উঠেছে আব্দুর রহিম নামের এক বৃদ্ধের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার সকালে কিশোরের পিতা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন।
জানা যায়, উপজেলার বড়হিত ইউনিয়নের পুরাহাতা গ্রামের আব্দুর রহিম (৫৫) পাশের গ্রামের এক প্রতিবন্ধী কিশোরক প্রায় সময়েই শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য কু-প্রস্তাব দিয়ে আসতো। এরই মাঝে গত শনিবার আব্দুর রহিম ওই প্রতিবন্ধী কিশোরকে খাবারের লোভ দেখিয়ে নিজ বাড়ির একটি ঘরে নিয়ে ধর্ষণ করার চেষ্টা করে। এসময় ওই কিশোর প্রতিবাদ করলে তাকে মেরে ফেলার ভয় দেখিয়ে ধর্ষণ করে। বিষয়টি ওই কিশোর তার পরিবারকে জানায়। পরে ঘটনাটি পরিবারের লোকজন আব্দুর রহিমের পরিবার ও স্থানীয় গণ্যমান্য লোকজনকে জানালে তারা বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। কিন্তু ওই কিশোরের বাবা স্থানীয় ভাবে মিমাংসা না হয়ে বৃহস্পতিবার সকালে আইনি সহায়তা নিতে থানা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। পরে ওইদিন সকালেই পুলিশ অভিযোগটি নথিভুক্ত করে।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোস্তাছিনুর রহমান বলেন, এঘটনায় ধর্ষণ মামলা হয়েছে। ওই কিশোরকে ডাক্তারি পরীক্ষার মেডিকেলে পাঠানো হয়েছে এবং জবানবন্দির জন্য কোর্টে প্রেরণ করা হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন