শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবন ১৪৩১, ২০ মুহাররম ১৪৪৬ হিজরী

বিনোদন প্রতিদিন

হলিউড শীর্ষ পাঁচ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২০ মে, ২০২২, ১২:০৩ এএম

১. ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অফ ম্যাডনেস
২. দ্য ব্যাড গাইজ
৩. ফায়ারস্টার্টার
৪. সোনিক দ্য হেজহগ ২
৫. ফ্যান্টাস্টিক বিস্টস : দ্য সিক্রেটস অফ ডাম্বলডোর

ফায়ারস্টার্টার
স্টিফেন কিংয়ের একই নামের উপন্যাস অবলম্বনে কিথ টমাস পরিচালিত থ্রিলার ফিল্ম। ‘আরকেন’ (২০১৭) এবং ‘দ্য ভিজিল’ (২০১৯) টমাস পরিচালিত ফিল্ম। ১৯৮৪তে একই কাহিনী অবলম্বনে ফিল্ম মুক্তি পায় ড্রু ব্যারিমোরের অভিনয়ে।
চার্লি (রায়েন কিরা আর্মস্ট্রং) ১১ বছর বয়সী এক কিশোরী। যার ক্ষমতা পাইরোকাইনেটিক, অর্থাৎ সে আগুনকে নিয়ন্ত্রণ করতে পারে মনের শক্তি দিয়ে। যখন সে আবেগে আক্রান্ত হয় তখন সে নিজে আগুন জ্বালাতে পারে। তার বাবা অ্যান্ডি (য্যাক এফরন) এবং মা ভিকি’রও (সিডনি লেমন) বিশেষ ক্ষমতা ছিল। তারা যখন ছাত্র তখনই তাদের নিয়ে পরীক্ষা নিরীক্ষা হয়েছে। অ্যান্ডি খুব সহজেই মানুষকে প্রভাবিত করতে পারত, কিন্তু তাতে তার শরীরের ওপর চাপ পড়ত।
অ্যান্ডি চার্লিকে তার আবেগ নিয়ন্ত্রণ শেখাতে চেষ্টা করে, তবে তা সবসময় নিয়ন্ত্রণে থাকেনা। অ্যান্ডি আর ভিকির ভয় সরকারি লোকরা জেনে গেলে চার্লিকে নিয়ে গিয়ে আটকে তার ওপর পরীক্ষা চালাবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন