১. মিনিয়ন্স : দ্য রাইজ অফ গ্রু। ২. টপ গান : ম্যাভরিক। ৩. এলভিস।
৪. জুরাসিক ওয়ার্ল্ড : ডোমিনিয়ন। ৫. দ্য ব্ল্যাক ফোন
মিনিয়ন্স : দ্য রাইজ অব গ্রু
ব্র্যাড অ্যাবলসন, জনাথন ডেল ভ্যাল এবং কাইল ব্যাল্ডা পরিচালিত এনিমেটেড অ্যাডভেঞ্চার-কমেডি ফিল্ম। এটি ‘মিনিয়ন্স’ এবং ‘ডেস্পিকেবল মি’ ফিল্মসমূহের প্রিকুয়েল, আর বলাই বাহুল্য মিনিয়ন চরিত্র গ্রু ’র সুপারভিলেন হয়ে ওঠার গল্প। এই ফিল্মটি তিনি এনিমেটর অ্যাবলসন, ভ্যাল এবং ব্যাল্ডার প্রথম পূর্ণদৈর্ঘ্য ফিল্ম। ১২ বছর বয়সী মিনিয়ন গ্রু’র (ভয়েস : স্টিভ ক্যারেল) স্বপ্ন সে একদিন সুপার ভিলেন হবে তাই বিজ্ঞাপন দেখে সে ভিশাস সিক্স নামে একটি দলে যোগ দিতে যায়, কিন্তু তাকে নিয়ে মজা করতে শুরু করে তারা এবং বলে তাদের মন্দ কিছু করে দেখাবার জন্য। যেমন বলা গ্রু একটি দামি পাথর নিয়ে পালিয়ে যায় আর ভিশাস সিক্স তার পিছু নেয় তা উদ্ধারের জন্য। গ্রু অটোকে (ভয়েস : পিয়ে কফাঁ) বলে পাথরটি লুকিয়ে রাখতে আর সে ভিশাস সিক্সকে বিভ্রান্ত করে অন্য দিকে নিয়ে যাবে। গ্রু ভাবে সে সুপারভিলেন হয়ে গেছে, আসলে অটো পাথরটি ভিশাস সিক্সকে দিয়ে দিয়েছে অন্য একটি পাথরের বিনিময়ে। আর ভিশাস সিক্স লেগে থাকে গ্রুর পিছনে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন