শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

হলিউড শীর্ষ পাঁচ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২১ অক্টোবর, ২০২২, ১২:০১ এএম


১. হ্যালোউইন এন্ডস। ২. স্মাইল। ৩. লাইল, লাইল ক্রকোডাইল।
৪. দ্য ওম্যান কিং। ৫. অ্যামস্টারড্যাম।


হ্যালোউইন এন্ডস
‘হ্যালোউইন’ সিরিজের ত্রয়োদশ পর্ব এবং ‘হ্যালোউইন কিলস’-এর (২০২১) সিকুয়েল স্ল্যাশার হরর ফিল্মটি পরিচালনা করেছেন ডেভিড গর্ডন গ্রিন। ‘জর্জ ওয়াশিংটন’ (২০০০), ‘পাইন্যাপল এক্সপ্রেস’ (২০০৮), ‘ম্যাঙ্গলহর্ন’ (২০১৪), ‘আওয়ার ব্র্যান্ড ইজ ক্রাইসিস’ (২০১৫), ‘হ্যালোউইন’ (২০১৮, ১৯৭৮ সালের একই নামের মূল ফিল্মের সরাসরি সিকুয়েল, সিরিজের ১১তম) এবং ‘হ্যালোউইন কিলস’ (২০২১) গ্রিন পরিচালিত ফিল্ম। গ্রিনের পরিচালনায় যবনিকা ট্রিলজির দ্বিতীয় পর্ব। লরি স্ট্রোড (জেমি লি কার্টিস) তার নাতনি অ্যালিসনের (অ্যান্ডি ম্যাটিয়াচক) সঙ্গে এক বাড়িতে বাস করে। শেষ পর্বের (২০২১) ঘটনার পর সে তার স্মৃতিকথা লিখছে। বিকারগ্রস্ত সিরিয়াল কিলার মাইক মায়ার্সের (জেমস জ্যুড কোর্টনি) অন্তর্ধান হয়েছে চার বছর আগে। মাইক মায়ার্স আর দ্য শেপের (নিক ক্যাসল) ভয়ানক স্মৃতি এখনও তাকে তাড়িয়ে বেড়ায়। কয়েক দশক পর এখনও লরি মাইকেল মায়ার্সের স্মৃতি কাটাবার চেষ্টা চালিয়ে যাচ্ছে। লরি অনুভব করে মাইকেল ফিরে এসেছে আরও নিষ্ঠুর আর বিপজ্জনক হয়ে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন