শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

মানুষ কষ্টে আছে

| প্রকাশের সময় : ২৭ মে, ২০২২, ১২:৩২ এএম

লাফিয়ে লাফিয়ে বাড়ছে দ্রব্যমূল্য। এর লাগাম টেনে ধরতে নেই কার্যকর কোনো পদক্ষেপ। উন্নয়ন কার্যক্রম দেখিয়ে যে মানুষের খুদা মেটানো সম্ভব না, সেটি হয়তো বুঝতে পারছে না সরকার। মূল্য বৃদ্ধির এই অসুস্থ প্রতিযোগিতায় সবচেয়ে বেশি বেকায়দায় পড়েছে নিন্মআয়ের মানুষগুলো। দেশে তাদের সংখ্যা কয়েক কোটি বেশি। বড় বড় মেগা প্রকল্প প্রশংসার দাবি রাখলেও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি জনগণের কাছে সরকারের ভাবমর্যাদাকে নষ্ট করছে। সরকারের উপর থাকা জনগণের ন্যূনতম ইতিবাচক মনোভাবটুকুও যদি বিলুপ্ত হয় তবে সরকারের উপর থেকে সম্পূর্ণ আস্থা হারাবে তারা। তাই নিত্যপ্রয়োজনীয় পণ্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধির লাগাম টেনে ধরে জনগণকে আস্থায় নেয়ার কোনো বিকল্প নেই। বিষয়টি সরকারের সংশ্লিষ্টদের যথাযথ গুরুত্ব দিয়ে চিন্তা করা প্রয়োজন। তা নাহলে সরকার জনসমর্থন হারানোর পাশাপাশি দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হলেও অবাক হওয়ার কিছু থাকবে না।

জিহাদ হোসেন রাহাত
শিক্ষার্থী, প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজ, লক্ষ্মীপুর।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন