শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

উত্তরপ্রদেশে হয়রানির শিকার তিন গরিব মুসলমান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ জুন, ২০২২, ১২:০২ এএম

উত্তর প্রদেশের গোন্ডা জেলার একটি গ্রামের একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে কিছু স্থানীয় লোককে ভিক্ষারাত তিনজন দরিদ্র মুসলিম (ফকির)কে গালিগালাজ ও হয়রানি করতে দেখা গেছে। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন একজনকে গ্রেফতার করা হয়েছে। গোন্ডা জেলার দিগুর গ্রামে মোবাইল ফোনে ধারণ করা ভিডিওটিতে দেখা গেছে যে, তিনজন লোক ভিক্ষা চাচ্ছেন যাদেরা ছেলেরা তাড়া করছে, তাদের ধর্ম-সম্পর্কিত পরিচয় নিয়ে কট‚ক্তি করা হচ্ছে। একজন বলে, ‘তাদের মারো’। আরেক যুবককে বলতে শোনা গেছে, ‘ওরা সাধু বেশের, কিন্তু এই টাকা দিয়ে বিরিয়ানি খায়’। তখন একটি বড় লাঠিসজ্জিত এক যুবক লোকদের মধ্যে ঢুকে তাদের আইডি কার্ড চায়। যখন তিনি শুনলেন যে, তাদের সঙ্গে আইডি কার্ড নেই, তখন তিনি তাদের ‘জিহাদি’ এবং ‘সন্ত্রাসী’ বলে অভিহিত করেন। তাকে বলতে শোনা গেছে, ‘আমাদের আধার কার্ড দেখান, নইলে আমরা আপনার কাছ থেকে সব ছিনিয়ে নেব’। তিনি তাদের জিজ্ঞাসা করেন, তাদের নাম কী এবং তারা কোথা থেকে এসেছেন এবং বারবার জিজ্ঞাসা করেন কেন তাদের আধার নেই। এসময় তাকে বলতে শোনা যায়, ‘তোমরা সবাই সন্ত্রাসী... সব সময় অস্ত্র বহন কর’। এক ব্যক্তি বিষয়টিতে হস্তক্ষেপ করার চেষ্টা করলে তাদের দূরে সরিয়ে দেয়া হয়। পুলিশ মুখপাত্র বলেছেন যে, পুলিশ কর্মকর্তারা বিষয়টি সম্পর্কে অবগত আছেন এবং ভিডিও দেখে অভিযুক্তদের সনাক্ত করার ব্যবস্থা নেওয়া হচ্ছে। সূত্র : দ্য সিয়াসাত ডেইলি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন