শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

একই ফ্লাইটে চড়ে সরকারের ৩ মন্ত্রী সিলেট সফরে

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১০ জুন, ২০২২, ৪:২৪ পিএম

একই ফ্লাইটে সিলেটে এসেছেন সরকারের প্রভাবশালী তিন মন্ত্রী। ঢাকা থেকে আজ শুক্রবার সকালে বিমানযোগে এসে এ তিন মন্ত্রী পৌঁছান সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা সেখানে স্বাগত জানান তাঁদের। এ তিন মন্ত্রী হচ্ছেন- পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এমপি এবং বন ও পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি। আজ সকাল ৯টার দিকে ওসমানী বিমানবন্দরে এসে পৌঁছান তাঁরা। সেখানে সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আহমদ আল কবির, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমন, বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ প্রমুখ। মন্ত্রীদের সরকারি সফরসূচির মধ্যে রয়েছে, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সিলেটে পৌঁছার পর সোজা চলে যান নিজ বাড়ি সুনামগঞ্জের শান্তিগঞ্জে। সেখান থেকে জুম’আর নামাজ শেষে সিলেট শহরে ফিরে সুবিদবাজারে একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বিকাল ৪টার দিকে প্রয়াত অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত স্মরণে সভায় জেলা পরিষদ মিলনায়তনে উপস্থিত থাকবেন তিনি। রাতেই ঢাকায় ফিরবেন মান্নান। পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন আজ বিকাল ৪টায় প্রয়াত বর্ষিয়ান নেতা ও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের স্মরণসভায় যোগ দেবেন। এরপর রাত ৮টায় সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য পরিষদের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। অকাল শনিবার সকাল ১১টায় ধোপাদিঘি ওয়াকওয়ের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ড. মোমেন। বেলা ২টায় হাফিজ কমপ্লেক্সে প্রয়াত আবুল মাল আবদুল মুহিত স্মরণে দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেবেন মন্ত্রী। বিকাল সাড়ে ৩টায় সিলেট আর্ট কলেজের উদ্বোধন, সাড়ে ৪টায় এমসি কলেজ কনফারেন্স হলে একটি বইয়ের মোড়ক উন্মোচন, সাড়ে ৫টায় খাদিমপাড়ায় বঙ্গবন্ধু শিক্ষা বৃত্তি বিতরণ শেষে রাতে একটি অভিজাত হোটেলের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। রাত ১০টার দিকে ঢাকায় ফিরবেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন। এদিকে, বন ও পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন সিলেটে পৌঁছার পর চলে যান মৌলভীবাজারের বড়লেখায়। আজ বিকাল ৩টায় জুড়ী উপজেলায় শিক্ষার্থীদের মধ্যে বৃত্তির চেক ও সাইকেল বিতরণ শেষে একই উপজেলার বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে ঐচ্ছিক তহবিলের অনুদানের চেক বিতরণ করবেন তিনি। কাল শনিবার সকাল ১১টায় বড়লেখা উপজেলায় শিক্ষার্থীদের মধ্যে বৃত্তির চেক ও সাইকেল বিতরণ শেষে একই উপজেলার বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে ঐচ্ছিক তহবিলের অনুদানের চেক বিতরণ করবেন বন মন্ত্রী। এ দিন বিকাল ৩টায় বড়লেখা উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দেবেন শাহাব উদ্দিন। রোববার দুপুরে বিমানযোগে ঢাকার পথে সিলেট ত্যাগ করবেন মন্ত্রী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন