শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

‘নৌকায় ভোট না দিলে দয়া করে কেন্দ্রে আসবেন না’

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১১ জুন, ২০২২, ১১:০৪ এএম

টাঙ্গাইলের মধুপুরের অরণখোলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে যারা নৌকায় ভোট দেবেন না, তাদের কেন্দ্রে আসতে নিষেধ করেছেন এক আওয়ামী লীগ নেতা।

অরণখোলা ইউনিয়নের আমলীতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বুধবার বিকেলে আয়োজিত নির্বাচনী সভায় সাদিকুল ইসলাম বক্তব্য দেওয়ার সময় এ হুমকি দেন। আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবদুর রহিমের নির্বাচনী সভায় তিনি এ মন্তব্য করেন।

ইতিমধ্যে সাদিকুলের বক্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বৃহস্পতিবার রাতে ছড়িয়ে পড়ে। সাদিকুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মির্জাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

তবে ভোটারদের ভোটকেন্দ্রে আসতে নিষেধ করার বিষয়টি অস্বীকার করেন সাদিকুল ইসলাম। তিনি বলেন, ‘কেউ হয়তো এডিট করে এই ভিডিও দিয়েছে।’

সভায় উপস্থিত থাকা স্থানীয় একজন ব্যবসায়ী ও আওয়ামী লীগের কর্মী বলেন, সাদিকুলের বক্তব্যটি তারা অনুষ্ঠানস্থলে সরাসরি শুনেছেন। এমন কথা বলায় তারাও বিস্মিত হয়েছেন।

সাদিকুলের বক্তব্যের পৃথক তিনটি ভিডিও ক্লিপ ফেসবুকে বিভিন্ন গ্রুপ ও ব্যক্তি শেয়ার করেছেন।

একটি ভিডিও ক্লিপে দেখা যায়, সাদিকুল ইসলাম বক্তৃতায় বলছেন, ‘আমি আজকেও বলে দিতে চাই, ১৫ তারিখ ভোট হবে সারা দিন এবং নৌকা মার্কায় ভোট হবে। আপনারা ভোট দেবেন। যারা নৌকা মার্কায় ভোট দেবেন, তারাই কেন্দ্রে আসবেন। আর যারা নৌকায় ভোট দিতে নারাজ, দয়া করে কেন্দ্রে আসবেন না। ভোটের দিন আমরা কিন্তু আশপাশেই অবস্থান করব। এখানে ২৪০০ ভোট রয়েছেন, যদি দুই হাজার ভোট কাস্ট হয়, আমরা দুই হাজার ভোটই পেতে চাই।’

আরেকটি ভিডিও ক্লিপে দেখা যায় সাদিকুল ইসলাম বলছেন, ‘যে কোনো মূল্যে নৌকাকে আমাদের বিজয়ী করতেই হবে। এ জন্য আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, ছাত্রলীগ, মহিলা লীগের সর্বস্তরের নেতৃবৃন্দ আমরা প্রতিটি কেন্দ্রে দুর্গ গড়ে তুলব। যেখানে যা প্রয়োজন আমরা সেটাই ব্যবহার করব।’

সাদিকুল ইসলামের এই বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
ABU ABDULLAH ১১ জুন, ২০২২, ১১:২৬ এএম says : 0
FREE VOTE
Total Reply(0)
jack ali ১১ জুন, ২০২২, ১১:৩২ এএম says : 0
এটা আওয়ামী লীগের বাবার দেশ নয় অতি শীঘ্রই আল্লাহ তোমাদেরকে এমন শাস্তি দিবে এবং শাস্তি আমরা প্রত্যক্ষ করব তখন বুঝতে পারবে যে আল্লাহকে উন্নত আল্লাহ থেকেও বেশি শক্তিমান মনে করেছ তোমরা আমাদের করে জঘন্যতম অন্যায় করে চলছে প্রতি পদক্ষেপে
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন