শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিক্ষাঙ্গন

রাবিতে ঢাবির ‘চ’ ইউনিটের ভর্তি যুদ্ধ আজ

রাবি প্রতিনিধি | প্রকাশের সময় : ১৭ জুন, ২০২২, ৮:৫১ এএম

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ। আঞ্চলিক কেন্দ্র হিসেবে এতে অংশ নেবেন ৫৩৬ শিক্ষার্থী। এর মধ্য দিয়েই শেষ হবে ঢাবির ৫ দিন ব্যাপি ভর্তি যুদ্ধের কার্যক্রম।

শুক্রবার (১৭ জুন) বেলা ১১টা থেকে শুরু হবে সর্বশেষ এই পরীক্ষাটির কার্যক্রম।

এ বছর 'চ' ইউনিটের ১৩০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৭ হাজার ৩৫৭ জন। সে হিসেবে ‘চ’ ইউনিটে প্রতি আসনের জন্য লড়বেন ৫৬ জন শিক্ষার্থী।

এর আগে গত ১১ জুন সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের পরীক্ষা, গত ১০ জুন বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা, গত ৩ জুন বিশ্ববিদ্যালয়ের ব্যবসা শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা, গত ৪ জুন কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন