আগামী ২৫ জুন উদ্বোধন হতে যাচ্ছে পদ্মা সেতু। স্বপ্ন ছুঁয়ে দেখার দিনটি সন্নিকটে হওয়ায় দেশবাসীর চোখ পদ্মা সেতুর দিকে। এ উপলক্ষে পদ্মাপাড়ে জমকালো উদ্বোধন অনুষ্ঠানসহ সারাদেশেই বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে। এসব অনুষ্ঠান নির্বিঘ্ন করতে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার।
গতকাল মঙ্গলবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিবি প্রধান বলেন, আমাদের স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন হতে যাচ্ছে। পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানসহ এ উপলক্ষে সারাদেশে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এসব অনুষ্ঠান যেন নির্বিঘ্নে হয় সে লক্ষ্যে পুলিশ কাজ করছে। এসময় তিনি সিলেট ও সুনামগঞ্জসহ দেশের বন্যাকবলিত এলাকায় পুলিশের কার্যক্রমের বিষয়ে বলেন, এত বেশি বৃষ্টি হচ্ছে, গলা পর্যন্ত পানি হয়ে গেছে বন্যাকবলিত এলাকায়। বন্যাকবলিত এলাকায় পুলিশও কাজ করছে যাতে নির্বিঘ্নে ত্রাণ দেয়া যায়। এছাড়া বন্যাকবলিত এলাকায় যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে সেজন্য পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন