বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরায় কয়রায় ২ জনকে জরিমানা

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ২৯ জুন, ২০২২, ৫:০৫ পিএম | আপডেট : ৫:০৮ পিএম, ২৯ জুন, ২০২২

খুলনার কয়রায় উপজেলা মৎস্য অধিদপ্তর অভিযান চালিয়ে সুন্দরবন থেকে অবৈধভাবে বিষ দিয়ে ধরা ৮৬ কেজি চিংড়ি মাছসহ দুই জনকে আটক করেছে। এ সময় তাদের দু’জনকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
কয়রা উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ আমিনুল হকের নেতৃত্বে আজ বুধবার (২৯ জুন) সকালে উপজেলার সদরের মদিনাবাদ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে বিষ দিয়ে ধরা ৮৬ কেজি চিংড়ি মাছসহ তাদের আটক করা হয়। আটক দু’জন হচ্ছে, উপজেলার সদর ইউনিয়নে ১ নং কয়রা গ্রামের মোঃ মোংলা শেখ (৫০) ও একই ইউনিয়নের ৬ নং কয়রা গ্রামের মোঃ আঃ রাজ্জাক গাজী পুত্র রায়হান গাজী (২৫)। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা চিংড়ি মাছ কেরোসিন দিয়ে মাটিতে পুঁতে ফেলা হয়েছে। আটক মোংলা শেখকে ৫০ হাজার টাকা ও রায়হানকে ১০ হাজার টাকাসহ মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে উপস্থিত ছিলেন মেরিন ফিসারিজ অফিসার বিদ্যুৎ বিশ্বাস ও মোঃ নাছির হোসেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
jack ali ২৯ জুন, ২০২২, ৫:২৮ পিএম says : 0
আজ আল্লাহর আইন দিয়ে দেশ শাসন করা হয় না বলে মানুষ নরপিচাশ নরম হয়ে গেছে সরকারের সাথে পাল্লা দিয়ে
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন