মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ১২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

নিজের নাম ছড়িয়ে দিতে চান মারুফ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ১১:৫২ পিএম, ২৫ নভেম্বর, ২০১৬

শামীম চৌধুরী : দলে তারকা সমাবেশ। সাকিব, সাঙ্গাকারা বিশ্ব তারকা। আছেন টি-২০ স্পেশালিস্ট রবি বোপারা, ডুয়াইন ব্রাভোরা। অথচ, বোপারা, ব্রাভোরা যেখানে নিশ্চয়তা পাচ্ছেন না খেলার, সেখানে ঢাকা ডায়নামাইটসের নিয়মিত ওপেন করছেন মেহেদী মারুফ। এক সময়ে অনূর্ধ্ব-১৯ দলে সাকিব, তামীম, মুশফিকুরদের টিমমেট মারুফ বিপিএলে এবার যেভাবে ধরেছেন মেলে, তাতে বিস্মিতই হতে হচ্ছে। ৭ ম্যাচে ২৪৪ রান, গড় ৪০.৬৬, স্ট্রাইক রেট ১৫১.৫৫। এমন পারফরমেন্সে এই আসরে সর্বোচ্চ রানে চোখ থাকারই কথা তার। তবে সর্বোচ্চ রান নয়, ব্যক্তিগত অর্জনের চেয়ে মারুফের কাছে গুরুত্বটা বেশি দলগত পারফরমেন্সÑ ‘আসলে ব্যক্তিগত অর্জনের থেকে দলগত পারফরম্যান্স এখন বেশি গুরুত্বপূর্ণ। আমরা শেষ দুটি ম্যাচ হেরে গেছি। আমাদের লক্ষ্য এখন সামনের ম্যাচগুলো জেতা। ব্যক্তিগত অর্জন সামনে আসছে না।
২০০৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সাকিব, তামীম, মুশফিকুরদের সঙ্গে ছিলেন। ওই দলের ৮ ক্রিকেটারের মাথায় উঠেছে বাংলাদেশ দলের ক্যাপ। ঢাকার প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের সর্বশেষ ২ আসরে ৫শ’ করে রান করে আসতে পারেননি আলোচনায়। তবে বিপিএল চিনিয়েছে মারুফকে। বিপিএলে নিজেকে অন্যভাবে চেনানো মেহেদী মারুফ ১০ বছর পর সেই মুশফিক, তামীম, সাকিবদের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট খেলার স্বপ্ন দেখতেই পারেন। মারুফের পারফরমেন্সে মুগ্ধ হয়ে নিউজিল্যান্ড সফরের দলে তাকে বিবেচনায় রাখতে নির্বাচকদের কাছে প্রস্তাব রেখেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এমপি। তবে এক্ষুণি এতো বড় কিছু আশা করছেন না মারুফÑ ‘কিছুটা চিন্তা চলে এসেছে। তবে এ নিয়ে খুব বেশি ভাবছি না। মারুফ নামটা সবার মধ্যে ছড়িয়ে দেয়ার টার্গেট ছিল। তাই আপাতত: জাতীয় দল কিংবা নিউজিল্যান্ড সিরিজ নিয়ে ভাবছি না।’
জাতীয় দলে অভিষেকের আগে তার লক্ষ্য টি-২০’র ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে নিজের নাম ছড়িয়ে দিতে চান, নিজেকে আন্তর্জাতিক মানে উন্নীত করাÑ ‘ব্যক্তিগত অর্জন দিনের শেষ কাউন্ট হয়। দিনের শুরুতে নিজের দল, দলে জয় এগুলো নিয়েই বেশি চিন্তা করতে হয়। টুর্নামেন্ট শেষে দেখা যাক, কি হয়। বাংলাদেশের টপ লেভের ক্রিকেটে ধারাবাহিক পারফরমেন্সে নিজের নাম ছড়িয়ে দিতে চাই।’
দলে সাঙ্গাকারা, মাহেলার মতো লিজেন্ডারী ক্রিকেটার আছেন। আছেন খালেদ মেহমুদ সুজনের মতো মোটিভেটর। তাদের সাহচর্যেই পারফরমেন্সে উন্নতির স্বপ্ন দেখাচ্ছে মারুফকেÑ ‘পারফরমেন্স উন্নতি করার জন্য আমাদের দলে বেশ অভিজ্ঞ ক্রিকেটার আছেন। কোচ সুজন ভাইয়ের সাহায্য নিয়ে ব্যাটিংয়ের ধরন আন্তর্জাতিক মানের করতে চাই।’
বরিশাল বুলসের বিপক্ষে ৭৫, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৬০, এমন দু’টি ম্যাচ উইনিং ইনিংসের পর মেহেদী মারুফের সর্বশেষ তিনটি ইনিংসে ঘটেছে ছন্দপতন। ইনিংস তিনটি ৩৩,৬ এবং ৩৫। মারুফ নিজেও এই তিনটি ইনিংসে নিজের উপর অসন্তুষ্টÑ ‘অবশ্যই আমার দিক থেকে হতাশাজনক। আমি প্রথম দিকের ম্যাচগুলো ক্যারি করতে পেরেছি, কিন্তু শেষ দুটি ম্যাচ পারিনি। তাই আগের ধারাবাহিকতায় যেনো ফিরতে পারি, সে চেষ্টা করছি।’
দলের প্রয়োজনে নিতে হচ্ছে ঝুঁকি, খেলতে হচ্ছে ঝুঁকিপূর্ণ শটস, তা জানিয়েছেন মারুফÑ ‘দলের পরিস্থিতি অনুযায়ী ব্যাটিংয়ের ধরণ পরিবর্তন করতে হয়। স্ট্রাইক রেট বেশি নিয়ে খেলতে হবে, এটাই দলের প্রয়োজন। তাই বড় ঝুঁকি নিতে হয়। সে কারণেই হয়তবা উইকেট হারিয়েছি।’ তবে ঝুঁকিটা একটু বেশি নিয়ে যে করেছেন ভুল, তা অনুভুব করছেন মারুফÑ ‘স্ট্রাইক রোটেট না করে পুরো ঝুঁকি নিজের উপর নিয়ে নিয়ে ঠিক করিনি।’
ঢাকায় দারুণ ছন্দে থাকা ঢাকা ডায়নামাইটস ছন্দ হারিয়েছে চট্টগ্রামে। সর্বশেষ ২ ম্যাচে খুলনা টাইটান্স এবং রাজশাহী কিংসের কাছে গেছে হেরে। তবে নিজেদের সমর্থনের ভেন্যু মিরপুরে এই দুরাবস্থা কাটিয়ে সাফল্য চায় ঢাকা ডায়নামাইটস। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে আজ ফিরতি ম্যাককে সামনে রেখে সেই লক্ষ্যের কথাই শুনিয়েছেন দলটির ওপেনার মেহেদী মারুফÑ ‘প্রথম দিকে আমরা ব্যাটিং করে ম্যাচ জিতেছি। দলটি ব্যাটিং নির্ভর হয়ে পড়েছিল। তাই বোলিং ঠিকমত হয়নি। যেন ছোট খাট ভুল না হয়, সেজন্য কঠোর পরিশ্রম করছি।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
২৭ নভেম্বর, ২০১৬, ১২:১৭ এএম says : 0
good very good
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন