বুধবার, ২২ মে ২০২৪, ০৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

মারুফকে শ্রীলংকা সফরের জন্য তৈরি করছে বিসিবি

অস্ট্রেলিয়া যাচ্ছেন মাশরাফিদের সঙ্গে

| প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলে এক সময়ে সাকিব, তামীম, মুশফিকুরের সঙ্গে খেলেছেন মেহেদী মারুফ। ২০০৬ সালে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের পর সাকিব, তামীম, মুশফিকুরদের সঙ্গে হয়নি তার খেলা। ১০ বছর পর সেই সাকিব, তামীম, মুশফিকুররা হচ্ছেন তার টিমমেট। বিপিএলে ঢাকা ডায়নামাইটসের এই ওপেনার আগ্রাসী ব্যাটিংয়ের পুরস্কার পাচ্ছেন অবশেষে। দলের সঙ্গে যেতে পারেন মেহেদী অস্ট্রেলিয়ায়Ñচট্টগ্রাম পর্ব চলাকালে বিসিবি সভাপতি দিয়েছিলেন আভাস। নির্বাচকদের কাছে রাখা সে প্রস্তাব হয়েছে গৃহিত। বিপিএলে ৩৪৭ রানে পুরস্কৃত হচ্ছেন এই ওপেনার। আসরে সর্বাধিক ২০টি ছক্কায় মাতানো মেহেদী মারুফকে অবশ্য নিউজিল্যান্ড সফরের জন্য নয়, নির্বাচকরা তাকে অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশ দলের কন্ডিশনিং ক্যাম্পে বিবেচনা করেছেন ভবিষ্যতের কথা ভেবে। আগামী মার্চে বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলংকা সফরে টি-২০ সিরিজে মেহেদী হাসান মিরাজকে খেলানোর কথা ভাবছে নির্বাচকমন্ডলী। সে পরিকল্পনার কথাই জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুÑ ‘মারুফ অস্ট্রেলিয়া থাকবে দলের সঙ্গে। এবাদত এবং শান্ত’র মতো ফিরে আসবে অস্ট্রেলিয়া সফর করে। তবে ড্রেসিং রুমের পরিবেশ, টিমমেটদের সঙ্গে বোঝাপড়াটাও হয়ে যাবে। ভবিষ্যতের কথা ভেবে মারুফকে তৈরি করছি। শ্রীলংকা সফরে টি-২০ ম্যাচের সিরিজ আছে, সেই সিরিজে মারুফের খেলার সম্ভাবনা আছে। তার জন্যই তৈরি করা হচ্ছে মারুফকে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন