শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

অতিরিক্ত ভাড়া আদায়ে জরিমানা

ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ জুলাই, ২০২২, ৪:২০ পিএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ঈদে ঘরমুখো মানুষের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিন বাস ও এক মাহিন্দ্রা চালককে জরিমানা করা হয়েছে। শুক্রবার দুপুরে ওই জরিমানা করা হয়।

জানা যায়, ঈদ সামনে রেখে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে যাত্রীদের কাছ থেকে বাস, মাহিন্দ্রা ও সিএনজি নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করছে যাত্রীদের কাছ থেকে। এমন খবর পেয়ে শুক্রবার দুপুরে অভিযানে নামেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান। এসময় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের জন্য তিন বাস চালকে ১১হাজার ও এক মাহিন্দ্রা চালককে ৫শত টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান বলেন, সাধারন মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে এবিষয়ে প্রশাসন সর্বদা তৎপর রয়েছে। এরই মাঝে বৃহস্পতি ও শুক্রবার দুইদিনের অভিযানে ৫ বাস ও ১ মাহিন্দ্রা চালকে জরিমানা করা হয়েছে। এমন অভিযান অব্যাহত থাকবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন