বেশ কয়েকমাস বিরতির পর আবারো সারিকা অভিনয়ে ফিরেছেন। মেহেদী হাসান জনির রচনা ও নির্দেশনায় বিশেষ টেলিফিল্ম ‘মাই পারফেক্ট ম্যান’-এ অভিনয়ের মধ্য দিয়ে তিনি পুনরায় অভিনয়ে যাত্রা শুরু করেছেন। নাটকটিতে তার বিপরীতে রয়েছেন অভিনেতা অপূর্ব। গত ২৪ ও ২৫ নভেম্বর রাজধানীর উত্তরায় একটি শুটিং হাউজে টেলিফিল্মটির শূটিং সম্পন্ন হয়েছে। অপূর্ব বলেন, ‘সারিকা আমার খুব ভালো একজন বন্ধু। তারসঙ্গে যতগুলো কাজ করেছি প্রত্যেকটি কাজই দর্শকপ্রিয়তা পেয়েছে। আমি নিজে একটি টেলিফিল্ম নির্মাণ করেছিলাম, নাম ব্যাকডেটেড। এতেও আমার বিপরীতে সারিকাই ছিল। সারিকা অভিনেত্রী হিসেবে যেমন অসাধারণ, তেমনি একজন মানুষ হিসেবেও খুব ভালো মনের মানুষ। সবসময়ই তারসঙ্গে আমার কাজের বোঝাপড়াটা ভালো হয়। সারিকা বলেন, ‘অপূর্ব’র সঙ্গে সবসময়ই কাজ করাটা খুব উপভোগ করি। কারণ অপূর্ব আমার খুব ভালো একজন বন্ধু। যে কারণে প্রত্যেকটি দৃশ্য করার আগে আমরা নিজেদের মধ্যে আলোচনা করে নেই। যাতে কাজটি অনেক ভালো হয়। অন্যদিকে জনির নির্দেশনায় এটাই আমার প্রথম কাজ। সবমিলিয়ে খুব ভালো একটি কাজ দাঁড়িয়েছে। দর্শকের এই টেলিফিল্মটি অনেক ভালোলাগবে বলেই আমার বিশ্বাস।’ পরিচালক মেহেদী হাসান জনি জানান, শিঘ্রই টেলিফিল্মটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। এদিকে এনটিভিতে প্রচার শুরু হয়েছে অপূর্ব অভিনীত নজরুল ইসলাম রাজু পরিচালিত নতুন ধারাবাহিক নাটক ‘সানফ্লাওয়ার’। এতে তার বিপরীতে অভিনয় করছেন তারিন ও উর্মিলা শ্রাবন্তী কর। অন্যদিকে সারিকা এরইমধ্যে আরো শেষ করেছেন সালমান মুক্তাদীর, সাখাওয়াত ও মুরাদ পারভেজের নির্দেশনায় তিনটি নাটক ও টেলিফিল্মে অভিনয় করেছেন। পাশাপাশি নতুন বিজ্ঞাপনে ফেরারও ইঙ্গিত দিয়েছেন তিনি। বেশ কয়েকটি বিজ্ঞাপনে কাজ করার ব্যাপারে কথা চলছে তার। সবকিছু চূড়ান্ত হলেই জানান দিবেন তিনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন