প্রায় দুই বছর পর নতুন একটি বিজ্ঞাপনের মডেল হয়েছেন ফারজানা চুমকি। গত সপ্তাহে বিজ্ঞাপনটির শূটিং সম্পন্ন হয়েছে বলে জানান তিনি। একটি বহুজাতিক কোম্পানির ‘তাওয়া’র বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। এটি নির্মাণ করেছেন মুন্না। দুই বছর আগে পিপলুর নির্দেশনায় একটি রং-এর বিজ্ঞাপনে মডেল হয়েছিলেন চুমকি। চুমকি বলেন, ‘সংসার, সন্তান নিয়ে এতো বেশি ব্যস্ত থাকি যে কাজ করাটাই এখন কঠিন হয়ে পড়েছে। তবে ভালো বিজ্ঞাপনে কাজ করার প্রস্তাব আসলে চেষ্টা করি সময় বের করে কাজ করার। রুটি বানানোর তাওয়া’র বিজ্ঞাপনের কনসেপ্টটি ভালো লাগায় কাজটি করেছি। আশা করি, প্রচারে এলে দর্শকের ভালো লাগবে।’ উল্লেখ্য, ১৯৯৯ সালে ‘লাক্স আননন্দধারা’ প্রতিযোগিতায় প্রথম রানার্স আপ হওয়া নাজনীন চুম্কি বিয়ে করেন অভিনেতা নির্দেশক মীর সাব্বিরকে। তাদের ঘরে এখন দুই পুত্র সন্তান। একজন ফারশাদ এবং অন্যজন সানদিদ। লাক্স তারকা হবার পর অভিনয়ে চুমকির অভিষেক ঘটে ওয়াহিদুজ্জামান ডায়ম-ের নির্দেশনায় ‘জীবন যেখানে যেমন’ নাটকের মধ্যদিয়ে। পিন্টুর নির্দেশনায় ‘উইন্টার গার্ড লিপজেল’র বিজ্ঞাপনে প্রথম মডেল হয়েছিলেন চুমকি। এদিকে বেশ কিছুদিন অভিনয়ে অনিয়মিত থাকলেও আবার অভিনয়ে নিয়মিত হয়ে উঠেছেন চুমকি। পাঁচটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন তিনি। ধারাবাহিকগুলো হচ্ছে সালাহ উদ্দিন লাভলুর ‘সোনার পাখি রুপার পাখি’, চয়নিকা চৌধুরীর ‘শ্রাবণ জোছনায়’, দীপংকর দীপনের ‘টক্কর’, চন্দন চৌধুরীর ‘লেডি গোয়েন্দা’ এবং মোহন খানের নতুন একটি ধারাবাহিক। প্রতিটি ধারাবাহিকে চুমকিকে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন