স্বাস্থ্য পরীক্ষায় মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার ও টেস্টের মূল্য বেশি নেয়ায় শরীয়তপুরের নড়িয়া উপজেলার দুই বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, শরীয়তপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুজন কাজীর নেতৃত্বে পরিচালিত এক মনিটরিং অভিযানে ২০ জুলাই বুধবার সকালে এই জরিমানা আরোপ করা হয়।
এর মধ্যে নড়িয়া আধুনিক হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষায় মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারায় ১০ হাজার টাকা এবং নড়িয়া সিটি হাসপাতালে বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষায় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্য নেয়ায় একই আইনের ৪০ ধারা অনুযায়ী ১০ হাজার টাকাসহ মোট ২০ হাজার টাকা প্রশাসনিক জরিমানা আরোপ ও আদায় করা হয়।
নিয়মিত তদারকির অংশ হিসেবে পরিচালিত অভিযানে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং শরীয়তপুর জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন