শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

বার্মিংহাম কমনওয়েলথ গেমসে ভারতীয় সাইক্লিং দলে রোনালদো-বেকহ্যাম!

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২২ জুলাই, ২০২২, ৯:৪১ পিএম

ফুটবল বিশ্বের মাঠ কাঁপানো বর্তমান ও সাবেক দুই মহাতারকার নাম ক্রিশ্চিয়ানো রোনালদো এবং ডেভিড বেকহ্যাম। দু’জনের মিতা এবার বার্মিংহাম কমনওয়েলথ গেমসে ভারতীয় সাইক্লিং দলের হয়ে খেলবেন। একজনের নাম রোনালদো সিং আর অন্যজন ডেভিড বেকহ্যাম। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাক্ষাৎ করেছিলেন দেশটির কমনওয়েলথ গেমসে অংশ নিতে যাওয়া খেলোয়াড়দের সঙ্গে। সেখানে তার সঙ্গে সাক্ষাতের পর গণমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন ভারতের ‘রোনালদো-বেকহ্যাম’।

সাইক্লিস্ট রোনালদো সিং লাইতোনজামের জন্ম ভারতের মণিপুরে। জানা গেছে ফুটবল পাগল পরিবারে জন্মগ্রহণের কারণে রোনালদো নামেই নামকরণ করেন তার অভিভাবক। তবে রোনালদো সিংয়ের ফুটবলপ্রীতি ছিল না মোটেও। কিশোর বয়স থেকেই হাই ডাইভিং, জিমন্যাস্টিক্স এবং সাঁতারে অংশ নিতেন তিনি। পরে সাইক্লিংয়ে যুক্ত হন এই ভারতীয়। মাত্র ১৪ বছর বয়সে সাইক্লিং শুরু করেছিলেন এই রোনালদো। এ খেলায় সাফল্য পেতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি তাকে। এশিয়ান ট্র্যাক সাইক্লিং চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জজয়ী রোনালদো সিং এরপর পুরুষদের এলিট স্প্রিন্ট রেসে রুপা জেতেন। মাত্র ৯.৯৪৬ সেকেন্ডে স্প্রিন্ট রেস শেষ করে রেকর্ড গড়েন তিনি। ২০১৯ সালে জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেন এই সাইক্লিস্ট। সর্বশেষ চলতি বছর এশিয়ান সাইক্লিং চ্যাম্পিয়নশিপে প্রথম ভারতীয় সাইক্লিস্ট হিসেবে রৌপ্যপদক জয় করেন রোনালদো সিং। তার মতো ডেভিড বেকহ্যামও একজন ভারতীয় পেশাদার সাইক্লিস্ট। আন্দামান ও নিকোবার দ্বীপপুঞ্জ থেকে উঠে আসা এই সাইক্লিষ্ট ২০২০ সালে গুয়াহাটিতে আয়োজিত ইয়ুথ গেমসে ২০০ মিটার সাইক্লিংয়ে স্বর্ণ জয় করেন। তার দাদা ছিলেন ফুটবলভক্ত। সেই সূত্রেই প্রিয় ফুটবলার ডেভিড বেকহ্যামের নামে নাতির নাম রেখেছিলেন তার দাদা। ভারতের রোনালদো ও বেকহ্যাম দুজনই এবারের কমনওয়েলথ গেমসে পদক জয়ের স্বপ্ন দেখছেন। সবকিছু ঠিক থাকলে আগামী ২৮ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত ইংল্যান্ডের বার্মিংহ্যামে অনুষ্ঠিত হবে এবারের কমনওয়েলথ গেমস।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন