শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কেরানীগঞ্জে সংঘবদ্ধ মলম পার্টির ৬ সদস্য আটক

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০২২, ৪:৪৯ পিএম

ঢাকার কেরানীগঞ্জে সংঘবদ্ধ মলম পার্টির ৬ সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশ। এই ঘটনায় ছিনতাই কাজে ব্যবহৃত ২টি সিএনজি অটোরিক্সা জব্দ করা হয়েছে। আটককৃত মলম পার্টির সদস্যরা হচ্ছে আরাফাত রাসেল(ে২৫), মোঃ নাজমুল হুদা(২৪), মোঃ রমজান(২১), জাহিদুর রহমান পিন্টু(২৫), মোঃ নাঈম হোসেন(২০) ও মোঃ আমিনুল ইসলাম(২৩)।

কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহাবুদ্দিন কবীরের নির্দেশনা ও সরাসরি তত্ববধানে ঢাকা জেলা দক্ষিন ডিবির পুলিশ পরিদর্শক মোঃ আরাফাত হোসেনের নেতৃত্বে ও দক্ষিন কেরানীগঞ্জ থানা পুলিশের সমন্বয়ে একটি অভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় কেরানীগঞ্জ, দোহার, ডিএমপির বিভিন্ন এলাকা, নারায়নগঞ্জ, মুন্সিগঞ্জে অভিযান চালিয়ে উক্ত মলম পার্টির ৬ সদস্যকে আটক করে। এসময় তাদের ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ২টি সিএনজি অটোরিক্সা জব্দ করা হয়। কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহাবুদ্দিন কবীর জানান, দীর্ঘদিন যাবত সংঘবদ্ধ এই মলম পার্টি চক্রটি সিএনজি অটোরিক্সা ব্যবহার করে ছিনতাই করে আসছিল। তারা কেরানীগঞ্জের হাসনাবাদ, চুনকুটিয়া, কদমতলী, আব্দুল্লাহপুর, আটিবাজর, রুহিতপুর, ও রামের কান্দা এলাকায় যাত্রীবেশে সিএনজিতে ওতপেতে বসে থাকত। তারপর যে সকল যাত্রীদের দেখে ভাল টাকা পয়সা আছে বলে মনে হত তাদের একজনকে সিএনজিতে তুলে নিত। নিরীহ যাত্রীরা এসময় ওই সিএনজিতে আরো যাত্রী আছে দেখে এবং সিএনজিটি তাড়াতাড়ি ছেড়ে দিবে ভেবে ওই সিএনজিতে উঠে পড়ত। সিএনজিটি কিছুদুর যাওয়ার পরে সামনের সীটে বসা একজন পিছনে বসত। সিএনজি চলা অবস্থায় মলম পার্টির সদস্যরা এসময় যাত্রীদের অস্ত্র ঠেকিয়ে নগদ টাকা,পয়সা ছিনিয়ে নিত এবং তাদের বিকাশসহ অন্যান্য একাউন্টে টাকা পাঠাতে বাধ্য করত।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন