সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

কোর্টে গড়াচ্ছে জাতীয় ব্যাডমিন্টন

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ জুলাই, ২০২২, ৯:৪৬ পিএম

দুই বছর পর রোববার ফের কোর্টে গড়াচ্ছে জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের খেলা। সর্বশেষ ২০১৯ সালে অনুষ্ঠিত হয়েছে এই টুর্নামেন্ট। করোনাভাইরাসের প্রাদুর্ভাব ও শহীদ তাজ উদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়াম সংস্কারের কারণে মাঝের দুই বছর খেলা হয়নি। এবারের আসরে ৭১টি দলের ৩৭৭ জন শাটলার খেলবেন। যার মধ্যে ৩১৩ জন পুরুষ ও ৬৪ জন নারী খেলোয়াড় রয়েছেন। পাঁচ দিনব্যাপী প্রতিযোগিতার উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। এ সময় বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ও তথ্য কমিশনার ড. আবদুল মালেক উপস্থিত থাকবেন। গতকাল ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহ আলম সরদার বলেন, ‘নতুন সংস্কার হওয়া শহিদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামের চারটি কোর্টে খেলা হবে। একটি কোর্ট ছেড়ে দিতে হচ্ছে টেবিল টেনিসের জন্য। কারণ তারা ইসলামি সলিডারিটি গেমসের জন্য অনুশীলন করছে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন