চীন দেশটির উত্তরঞ্চলীয় শানসি প্রদেশের তাইয়ুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে ১৬টি নতুন স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে। উৎক্ষেপণ করা স্যাটেলাইটগুলো সফলভাবে পরিকল্পিত কক্ষপথে প্রবেশ করেছে।
বেইজিং সময় দুপুর ১২টা ৫০ মিনিটে লং মার্চ-৬ ক্যারিয়ার রকেটের মাধ্যমে স্যাটেলাইটগুলো উৎক্ষেপণ করা হয়েছে। এদের মধ্যে একটি জিলিন-১ গাওফেন ০৩ডি০৯ স্যাটেলাইট ও ইউনিয়াও-১০৪-০৮ স্যাটেলাইট রয়ছে।
স্যাটেলাইটের নতুন ব্যাচ মূলত বাণিজ্যিক রিমোট সেন্সিং ও বায়ুমণ্ডলীয় ইমেজিংয়ের মতো ক্ষেত্রে ব্যবহৃত হয়।
মন্তব্য করুন