চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন আজ (সোমবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, তিব্বত-সম্পর্কিত ইস্যু সম্পূর্ণরূপে চীনের অভ্যন্তরীণ বিষয়। এ ব্যাপারে বাইরের কোনো দেশ বা শক্তির হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়।
তিব্বতের মানবাধিকার ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক মন্তব্য ও চীনা কর্মকর্তাদের ওপর আরোপিত তথাকথিত নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় ওয়াং ওয়েন পিন এ মন্তব্য করেন।
মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ আইন তথাকথিত মানবাধিকারের অজুহাতে চীনা কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞার অনুমোদন দিয়েছে। এ আইন চীনের অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপ, যা স্পষ্টভাবে আন্তর্জাতিক নিয়মের লঙ্ঘন। এতে চীন-মার্কিন সম্পর্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। চীন দৃঢ়ভাবে এর বিরোধিতা করে ও তীব্র নিন্দা জানায়।
মুখপাত্র আরও বলেন, নিজের ইচ্ছামাফিক অন্য দেশের ওপর একতরফা নিষেধাজ্ঞা আরোপের কোনো অধিকার যুক্তরাষ্ট্রের নেই। অবিলম্বে তথাকথিত নিষেধাজ্ঞা প্রত্যাহার ও চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানায় বেইজিং। সূত্র: সিআরআই।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন