শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

আলোচনার মাধ্যমে ইউক্রেন সংকট সমাধান করার আহ্বান চীনের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:৫২ পিএম

গতকাল (বুধবার) জাতিসংঘের এক সভায় চীনা প্রতিনিধি সংলাপ ও আলোচনার মাধ্যমে ইউক্রেন সংকট সমাধান করার আহ্বান জানিয়েছেন।

জাতিসংঘে নিযুক্ত চীনা উপ প্রতিনিধি তাই পিং জানান, অনেক অস্ত্র যুদ্ধক্ষেত্রে যাচ্ছে। এতে আরো বেশি বেসামরিক লোক হতাহত হবে এবং আরো বেশি বাসস্থান ধ্বংস হবে।

তিনি জানান, ইউক্রেন সংকট গোটা বিশ্বের সংকট। সামরিক পদ্ধতিতে তা সমাধান করা যায় না। এক বছর ধরে নিষেধাজ্ঞা বাড়ছে, অস্ত্র উন্নত হচ্ছে। এতে উত্তেজনা হ্রাস পায় নি, বরং আরো উত্তেজনা বেড়েছে এবং সমস্যা জটিল হচ্ছে।

তিনি বলেন, চীন বার বার জোর দিয়ে আহ্বান জানায় যে, যুদ্ধবিরতি ও শান্তি পুনরুদ্ধারের মৌলিক উপায় হলো সংলাপ ও আলোচনা। তিনি আরো জানান, সংশ্লিষ্ট পক্ষের দ্রুত আলোচনায় প্রত্যাবর্তন এবং রাজনৈতিক পদ্ধতিতে সংকট মোকাবিলা করা উচিত। সূত্র: সিনহুয়া।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন