আজ (সোমবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন বেইজিংয়ে অনুষ্ঠিত নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, যুক্তরাষ্ট্রের উচিত এক্সবিবি-১.৫ ভাইরাসের তথ্য শেয়ার করা।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
ওয়াং ওয়েন বিন বলেন, নভেল করোনা ভাইরাসের পরিসংখ্যান থেকে জানা গেছে, মহামারির প্রাদুর্ভাবের তিন বছরে যুক্তরাষ্ট্রে সব ধরণের ভাইরাস সর্বোচ্চ পরিমাণে ছড়িয়েছে। এক্সবিবি-১.৫ দ্রুত যুক্তরাষ্ট্রের সবচেয়ে সংক্রামক ভাইরাসে পরিণত হয়েছে। ফলে ৪০ শতাংশ রোগী এ ভাইরাসে আক্রান্ত হয়েছে।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের উচিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আন্তর্জাতিক সমাজের সঙ্গে সংশ্লিষ্ট তথ্য শেয়ার এবং বাস্তব ব্যবস্থা গ্রহণ করা, যাতে এর বিস্তার রোধ করা যায়। সূত্র: সিনহুয়া।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন