শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সোহেল তাজকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা

সোশ্যাল মিডিয়া ডেস্ক | প্রকাশের সময় : ১২ আগস্ট, ২০২২, ১২:৪৮ পিএম

আওয়ামী লীগের আসন্ন কাউন্সিলে দলীয় নেতৃত্বে আসছেন তানজিম আহমদ সোহেল তাজ। ফেসবুক ওয়ালে এমন একটি স্ট্যাটাস দিয়েছেন সোহেল তাজের বোন মেহজাবিন আহমেদ মিমি।এরপর থেকেই সোহেল তাজের নেতৃত্বে ফিরে আসা নিয়ে সরব আলোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

১১ আগস্ট ওই স্ট্যাটাসে মিমি লিখেছেন, ‘আল্লাহ সর্বজ্ঞ, আল্লাহ সর্ব শক্তিমান। বাংলাদেশ আওয়ামী লীগের আসন্ন কাউন্সিল অধিবেশনে তানজিম আহমদ (সোহেল তাজ) দলীয় নেতৃত্বে আসছেন ইনশা'আল্লাহ’ l জয় বাংলা ! জয় বঙ্গবন্ধু ! জয়তু শেখ হাসিনা !!বাংলাদেশ চিরিজীবি হোক।’


তার এই স্ট্যাটাসের পর স্যোশাল মিডিয়ায় সোহেল তাজের ভক্তরা অভিনন্দন জানাতে হুমড়ি খেয়ে পড়ে। সোহেল তাজের শুভাকাঙ্ক্ষীদের মধ্যে চাঙা ভাব দেখা দেয়।

ফেসবুকে একজন ভক্ত লিখেছেন, ‘অভিনন্দন তানজিম আহমেদ সোহেল তাজ ভাইয়া।। শুভ কামনা রইল আপনার জন্য।। তরুণ প্রজন্ম চেয়ে আছে আপনার অপেক্ষায়।। তরুণ প্রজন্ম চাই আপনার মতো আদর্শবান, সুদক্ষ, সুশীল রাজনীতিবিদ নেতাকে।। আপনি তরুণ প্রজন্মের এবং বাংলাদেশের গর্ব।। আপনি হলেন বাংলার প্রথম প্রধানমন্ত্রী তাজ উদ্দিন আহমেদ এর সুযোগ্য পুত্র এবং বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক।। আপনি হলেন রাজপথের একজন সুদক্ষ ও সাহসী নেতা।। আমরা তরুণ প্রজন্ম আবার আপনাকে রাজপথে দেখতে চাই বীরের বেশে।। দোয়া রইল ভাইয়া আপনার জন্য।। মহান রাব্বুল আলামীন যেন আপনাকে এবং আপনার পরিবারের সকল সদস্যদের ভালো রাখেন এবং সুস্থ রাখেন আমীন।’

সাজ্জাদ খান নামে একজন ভক্ত লিখেছেন, ‘আসন্ন আওয়ামী লীগের কাউন্সিলে নেতৃত্বে ফিরছেন সোহেল তাজ। সোহেল তাজের বোন মাহজাবিন আহমেদ মিমি আজ এক ফেসবুক স্ট্যাটাসে এমনই ইঙ্গিত দিয়েছেন।এর আগেও বেশ কয়েকবার শোনা গিয়েছিলো যে সোহেল তাজ আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হচ্ছেন কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়ে উঠেনি। আশা করি সোহেল তাজ এবার আমাদেরকে নিরাশ করবেন না।আওয়ামীলীগের ২০০৯'র সরকার কাঠামোয় সোহেল তাজ যে ক'দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন সে অল্প ক'দিনেই তিনি নিজেকে চিনিয়ে দিয়েছিলেন।’

আরেকজন ভক্ত লিখেছেন, ‘‘বাহ! এ বড় আশার বাণী।
তাতে পুর্বপুরুষের রাজনৈতিক হারানো ঐতিহ্যই যে ফিরে পাবো,তা-ই শুধু নয়। নতুন আঙ্গিকে সুস্থ ধারার রাজনীতির মাঠও পাবো আমরা। যুগোপযোগী পরিবর্তনের নেতৃত্ব চাই, আত্মপ্রত্যয়ী এই নেতার কাছে। আমরা প্রস্তুত।’

মাশুদুল হক নামে একজন লিখেছেন, ‘রাজনীতিতে সোহেল ভাইকে দরকার। উনার সততা, নিষ্ঠা ও কর্তব্যপরায়না নিয়ে কোন প্রশ্ন কারো নেই। কিন্তু অভিমান করলে রাজনীতি করা যায়না, সোহেল ভাইকে এটাও বুঝতে হবে।’

উল্লেখ্য, আসন্ন সম্মেলনে আওয়ামী লীগে বেশ কিছু পরিবর্তন আসতে পারে বলে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীর মধ্যে আলোচনা রয়েছে। বর্তমানে কার্যনির্বাহী সংসদের গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছেন এমন জায়গা থেকে কেউ কেউ বাদ পড়তে পারেন। আবার দলের তরুণদের মধ্য থেকে নতুন নেতৃত্বও আনা হতে পারে। দলের গঠনতন্ত্রে কিছু সংশোধনী বা সংযোজন আসতে পারে।

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের সংগঠক তাজউদ্দীন আহমদ ও সৈয়দা জোহরা তাজউদ্দীনের একমাত্র ছেলে তানজীম আহমদ সোহেল তাজ। সোহেল তাজ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদ থেকে ২০০৯ সালে পদত্যাগ করেন। ২০১২ সালে সংসদ সদস্য পদও ছাড়েন তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন