শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ভারতের বিপক্ষে সিরিজ জয়ে অভিনন্দনে ভাসছেন টাইগাররা

সোশ্যাল মিডিয়া ডেস্ক | প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০২২, ৮:৪৪ এএম

বাংলাদেশ-ভারত ওয়ানডে সিরিজে এক ব্যাচ বাকি থাকতেই সিরিজ জয় করায় ক্রিকেট প্রেমীদের অভিনন্দনে ভাসছেন বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা। বিজয়ের মাসে এ যেন আরেকটি বিজয়। আর এই ঐতিহাসিক বিজয় উদযাপনে সোশ্যাল মিডিয়ায় অভিনন্দন বন্যায় ভাসছেন টাইগাররা।

এদিকে, সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বাংলাদেশের জয়ের পর এ অভিনন্দন বার্তা দেন।

বুধবার (৭ ডিসেম্বর) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আরেকটা ব্লকব্লাস্টার ম্যাচের সাক্ষী হলো ক্রিকেটবিশ্ব। টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে ৬৯ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা বাংলাদেশকে ব্যাট হাতে অনিন্দ্য সুন্দর শতরানে ২৭১ রানের বিশাল সংগ্রহ এনে দিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে লাল-সবুজ বাহিনী। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের জয় ৫ রানে।

সাম্প্রতিককালে অন্যতম দ্বৈরথে রূপ নিয়েছে বাংলাদেশ-ভারত লড়াই। যেটির আঁচ পাওয়া যায় দুই দল মাঠে নামলেই। তবে ওয়ানডেতে বরাবর শক্তিশালী বাংলাদেশ আরও একবার নিজেদের শক্তিমত্তার জানান দিলো যেন।

টাইগারদের অভিনন্দন জানিয়ে ফেসবুকে রবিউল ইসলাম লিখেছেন, অভিনন্দন বাংলাদেশ। এই ইন্ডিয়া বাংলাদেশের সাথে যত ম্যাচ খেলবে কারসাজি না করলে ৬০-৬৫% হারবে। কারণ ওরা বাংলাদেশের সাথে খেলা হলে মানষিক ভাবে পিছিয়ে থাকে। ওরা কারসাজি করে কিছু ম্যাচ জেতার পরে ওদের ভিতরে একটা ধারণা তৈরি হয়েছে যে কারসাজি ছাড়া ওরা জিততে পারবে না।

প্রিয় দলকে অভিনন্দন জানিয়ে শামিম আহমেদ লিখেছেন, মেহদী হাসান মিরাজ হাত ধরেই ভারতের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই ওআইডি সিরিজ জয়। অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশের খেলা দেখা খুবই বিপজ্জনক হার্টের জন্য।

রাসিব মোস্তফা লিখেছেন, একের পর এক অঘটন ঘটেই যাচ্ছে। মিরাজ আত্মবিশ্বাসী ছিল তবে পরের ম্যাচেও এভাবে জ্বলে উঠবে তা ধারণায় ছিল না। নিজের দুর্দান্ত শতকের পাশাপাশি ২৭১ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ২৬৬ রানে থেমে যায় ভারত। ভারতের বিপক্ষে টানা দ্বিতীয় জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিল টাইগার বাহিনী। অভিনন্দন টিম বাংলাদেশ। ভালোবাসা অশেষ।

ওয়াশিক আকরাম লিখেছেন, অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিম।এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে গেলাম। এবার বাংলা ওয়াশ চাই। ঈদ মোবারক। এ জয় টি ২০ বিশ্বকাপে চোরদের বিপক্ষে জয়্য।এ জয় বাংলাদেশের বর্তমান শত্রুদের বিপক্ষে জয়। এ জয় নব্য রাজাকারদের বিরুদ্ধে জয়।

যোবায়ের আহসান জাবের লিখেছেন, ফুটবল বিশ্বকাপের উন্মাদনা কমিয়ে দিয়েছে মিরাজের নৈপুণ্য। ভারতের বিরুদ্ধে অসাধারণ জয়ের কারণে ফুটবলের বদলে ক্রিকেট নিয়ে এখন চায়ের কাপে ঝড় ওঠছে। ব্রাজিল-আর্জেন্টিনার বদলে এখন দেশের ক্রীড়াপ্রেমীদের কৌতূহল বাংলাদেশ কি ভারতকে হোয়াইটওয়াশ করতে পারবে কিনা? এদিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপি-পুলিশের সংঘর্ষের কারণে ঢাকায় থমথমে পরিস্থিতি। ১০ ডিসেম্বর ক্রোয়েশিয়া-ব্রাজিল ম্যাচ, আর্জেন্টিনা-ন্যাদারল্যান্ডস ম্যাচ। ওইদিন আবার বিএনপির ঢাকায় গণসমাবেশ। সব উত্তেজনা একসঙ্গে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন