শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

বেহেশতে আছি মন্তব্যের ব্যাখ্যা পররাষ্ট্রমন্ত্রীর

সিলেট ব্যুরো : | প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

আমরা সুখে আছি, বেহেশতে আছি’ সিলেট সফররত পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের এই মন্তব্যের জেরে বইছে আলোচনা-সমালোচনার ঝড়। গত শুক্রবার করা তার এই মন্তব্য গণমাধ্যমের শীর্ষে আলাদা ভাবে জায়গা করে নেয়। একইসাথে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে রীতিমতো ভাইরাল হয় মন্তব্যটি। এরই প্রেক্ষিতে গতকাল ‘বেহেশতে আছি’ মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন ড. মোমেন। গতকাল দুপুরে সিলেটে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন।

সাংবাদিকরা তাকে প্রশ্ন করতে গেলে তিনি গত শুক্রবারের প্রসঙ্গ টেনে বলেন, “(বেহেশতের কথা) আমি বলেছি, কম্পারেটিভ টু আদার কান্ট্রি (অন্য দেশের তুলনায়)....আর আপনারা সব জায়গায় লিখেছেন ‘বেহেশত বলেছেন’...মানে টুইস্ট করার (চেষ্টা).....বলেন নাই যে আমাদের মূল্যস্ফীতি অন্য দেশের তুলনায় কম....” তখন সাংবাদিকরা বলেন, ‘আপনি যা বলেছেন, তা-ই অনএয়ার (প্রকাশিত) হয়েছে...’এরপর মন্ত্রী বলেন, ‘মুদ্রাস্ফীতি ইংল্যান্ডে ১২ ভাগ, টার্কিতে ৬৭ ভাগ, পাকিস্তানে ৩৭ ভাগ, শ্রীলংকায় ১৫০ ভাগ, আর আমরা ৭ ভাগ...সেই দিক দিয়ে আমরা (ভালো আছি)...’ ড. মোমেন বলেন, ‘আমি বলেছি, অন্য দেশের তুলনায় আমরা অনেক ভালো আছি। এবং তাদের তুলনায় আমরা বেহেশতে আছি, এই কথা বলেছিলাম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন