বিনোদন ডেস্ক : আজ মুক্তি পাচ্ছে নতুন সিনেমা ‘পৃথিবীর নিয়তি’। সিনেমাটি পরিচালনা করেছেন শেখ শামীম। এতে অভিনয় করেছেন রুবেল, গায়ক ও নায়ক রাশেদ মোর্শেদ, রাবিনা বৃষ্টি, সানজানা, আশা আনমনা, সিরাজ হায়দার, রেবেকা, ইলিয়াস কোবরা, আমীর সিরাজীসহ আরো অনেকে। গান গেয়েছেন বেবী নাজনীন, মমতাজ, এসআই টুটুল এবং মূল নায়ক রাশেদ মোর্শেদ। প্রযোজনা মাল্টি লিঙ্কেজ প্রডাকশন লি.। উল্লেখ্য, নায়ক গায়ক রাশেদ মোর্শেদ প্রয়াত পরিচালক শহিদুল ইসলাম খোকন পরিচালিত ভালোবাসা সেন্টমার্টিন সিনেমায় শাবনুরের বিপরীতে নায়ক হিসেবে অভিনয় করেছিলেন। পৃথিবীর নিয়তি সিনেমার প্রদর্শনীর আয় ব্যয় করা হবে এতিম ও প্রতিবন্ধীদের সাহায্যার্থে। এছাড়াও অসহায়, অসুস্থ বা প্রয়াত সঙ্গীত ও অভিনয় শিল্পীরা এই সিনেমার আয় থেকে সহায়তা পাবেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন