নিবন্ধ ছাড়া অবৈধভাবে সার বিক্রয়ের অপরাধে নাটোরের লালপুর উপজেলার মিলন এন্টারপ্রাইজের মালিক মিলন বিশ্বাসকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানার মোবাইল কোর্ট।
বুধবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার দুয়ারিয়া ইউপির কলসনগর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে এই জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যজিস্ট্রেট শামীমা সুলতানা।
মোবাইল কোর্টের বিচারক শামীমা সুলতানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগের ভিত্তিতে কলসনগর বাজারে মিলন এন্টারপ্রাইজের মোবাইল কোর্ট পরিচালনা করে নিবন্ধ কর্তৃপক্ষের নিবন্ধন ছাড়া অবৈধভাবে সার বিক্রয়ের অপরাধে সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর আওতায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, কৃষি সম্পসারণ কর্মকর্তা আরিফুজ্জামান উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন