শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিজানে ৭২ হাজার টাকা জরিমানা

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০২২, ৬:১৬ পিএম

 ঠাকুরগাঁওয়ে সার ও ডিমের বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৭২ হাজার টাকা জরিমানা করা হয়। শনিবার বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন স্থানে ওই প্রতিষ্ঠান সমূহকে জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শেখ সাদী।

জানা যায়, ওই দিন বালিয়াডাঙ্গী উপজেলার চৌরাস্তা বাজার এলাকার মোকলেছুর ডিম ঘরকে ১ হাজার, একই এলাকার আবুল হোসেন ডিম ঘরকে ১ হাজার, আনিসুর ষ্টোরকে ১৫ হাজার টাকা, কালমেঘ বাজারের মেসার্স সিফাত ট্রেডার্সকে ৫ হাজার টাকা এবং বালিয়াডাঙ্গী বাজারের মেসার্স আবিদ ট্রেডার্স (সার ব্যবসায়ি)’কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ওই দিন বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের পক্ষ থেকে মূল্য তালিকা পরিদর্শন ও ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পন্য বা সেবা বিক্রয় না করা, ভেজাল ও নকল পন্য উৎপাদন ও বিক্রয় না করার বিষয়ে অভিযান পরিচালনা করা হয়। এ বিষয়ে উল্লেখিত প্রতিষ্ঠানসহ বিভিন্ন দোকান প্রতিষ্ঠানকে এ জাতীয় অপরাধ না করতে সতর্কও করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শেখ সাদী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন