একতা কাপুরের ‘পরদেশ মেঁ হ্যায় মেরা দিল’ সিরিয়ালে নয়না চরিত্রে অভিনয়ের জন্য এখন ভারতীয় টিভির এক আলোচিত নাম দ্রাশটি ধামি। স্টার প্লাসের এই ফিকশন শোটির জনপ্রিয়তা আর তার পারফরমেন্সের প্রশংসা দেখে ভীষণ খুশি অভিনেত্রীটি।
প্রায় এক দশক ধরে অভিনয় করছেন এবং তাকে সবাই একজন পরিশ্রমী আর নিবেদিতপ্রাণ শিল্পী হিসেবেই জানে।
আসন্ন একটি বিয়ের কাহিনী-অংশে তাকে নিজের মেক-আপ নিজেই নিতে দেখা যাবে। অভিনেত্রীটি কিন্তু একজন পেশাদার মেকআপ শিল্পীর মতোই কাজ করতে পারেন। তিনি চান তার সাজ যেন একেবারে নিখুঁত হয়। আর তা নিশ্চিত করতে এই বিয়ের দৃশ্যের মেকআপ তিনি নিজেই করেছেন।
এই প্রসঙ্গে দ্রাশটি বলেন, “হ্যাঁ, এই বিয়ের দৃশ্যে আমি নিজেই নিজের মেকআপ করছি। কারণ আমি এভাবেই কাজ করতে পছন্দ করি। আমি সব সময় মেকআপ নিয়ে থাকি না, তাই যখনই মেকআপ নিই চাই তা যেন নিখুঁত হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন