বাগেরহাটে সাড়ে ৬ হাজার লিটার সয়াবিন তেল অবৈধ মজুদের দায়ে ব্যবসায়ী সুমন সাহাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২২ আগস্ট) দুপুরে বাগেরহাট জেলা প্রশাসন র্যাব-৬ এর সহায়তায় অভিযান চালিয়ে বাগেরহাট শহরের নাগের বাজার এলাকার সুমন সাহার গুদামে থাকা ওই তেল জব্দ করে। পরে আদালতের বিচারক বাগেরেহাট জেলা প্রশাসনের সহকারি কমিশনার রাকিব হাসান চৌধুরী ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অবৈধভাবে তেল মজুদের দায়ে সুমন সাহাকে ৩০ হাজার টাকা জরিমানা ও জব্দকৃত তেল ২৪ ঘন্টার মধ্যে সরকার নির্ধারিত মূল্যে বিক্রির আদেশ দেন।
তিনি বলেন, সুমন সাহা অবৈধভাবে তেল মজুদ করে রেখেছিল। তার গুদামে চারশ কার্টুনে ৬ হাজার ৫০০ লিটার তেল পাওয়া গেছে। কৃষি বিপনন আইন অনুযায়ী অবৈধভাবে তেল মজুদের দায়ে ব্যবসায়ী সুমন সাহাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে ২৪ ঘন্টার মধ্যে অবৈধ মজুদ করা তেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রির নির্দেষ দেওয়া হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন