বিনোদন ডেস্ক : ছোট পর্দায় অভিনয় করেন না বললেই চলে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। তবে ভালো গল্প পেলে মাঝেমধ্যে নাটক-টেলিফিল্মে অভিনয় করেন। সম্প্রতি একটি টেলিফিল্মে অভিনয় করেছেন এ চিত্রনায়ক। ‘সহকারী প্রধান শিক্ষিকা আবশ্যক’ নামে একটি টেলিফিল্মে অভিনয় করেছেন তিনি। সুজন বড়–য়ার পরিচালনায় টেলিফিল্মটির শুটিং হয়েছে গত ২৫ নভেম্বর মানিকগঞ্জের সাটুরিয়ায়। এতে কাঞ্চনকে হাইস্কুলের প্রধান শিক্ষকের চরিত্রে দেখা যাবে। পরিচালক সুজন বড়–য়া জানান, টেলিছবিতে দেখা যাবে ইলিয়াস কাঞ্চনের স্ত্রী মারা যায়। মমর রুবেলের রচনায় এ টেলিফিল্মে ইলিয়াস কাঞ্চন ছাড়া অভিনয় করেছেন মৌ খান, রাতুল তালুকদার, উর্মিলা, সোহেল, ডায়না, সোহাগ প্রমুখ। ক্যামেরায় ছিলেন খোকন ও অনিক। নির্মাতা জানান, শিগগিরই টেলিফিল্মটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন