মেয়াদ উত্তীর্ণ, ফিজিসিয়ান স্যাম্পুল ও লাইসেন্স না থাকায় চুয়াডাঙ্গার জীবননগরে দুটি ফার্মেসির মালিককে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জীবননগর উপজেলা সহকারী কমিশনার ভূমি তিথি মিত্র ভ্রাম্যমান আদালত বসিয়ে ওই দুই ফার্মেসির মাািলককে ১২ হাজার টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমান আদালত পরিচালনা অভিযানে সহযোগিতা করেন চুয়াডাঙ্গা ওষুধ প্রশাসনের ড্রাগ সুপার মহাসিন উদ্দিন ও জীবননগর থানা পুলিশের একটি দল।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, জীবননগর পৌর এলাকার পোস্ট অফিস পাড়ায় তরফদার ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ও ফিজিসিয়ান স্যাম্পুল ওষুধ পাওয়ায় ফার্মেসি মালিক ইব্রাহিম খলিলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই আদালত হাসপাতাল রোডের টিপটপ ফার্মেসির লাইসেন্স না থাকায় মালিক এটিএম মুসা জুয়েলকে ২ হাজার টাকা জরিমানা করে। ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে ফার্মেসি মালিকরা দোকান বন্ধ করে সটকে পড়ে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন